তাজা দেখাতে পচা মাছে রং, চকবাজারে বিক্রেতাকে জরিমানা

আজাদী প্রতিবেদন | সোমবার , ২ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:১১ পূর্বাহ্ণ

নগরীর চকবাজারের মাছ বিক্রেতা শাহজাহানকে সামুদ্রিক মাছে রং দেওয়ার দায়ে ৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। গতকাল চলা এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান, সহকারী পরিচালক রানা দেবনাথ এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আকতার।

ফয়েজ উল্যাহ জানান, সামুদ্রিক মাছের পচাভাব দূর করে ক্রেতাদের সামনে চকচকে ও তাজা দেখাতে কৃত্রিম রং মেশানোর বিষয়টি ধরা পড়েছে। এসব কৃত্রিম রং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই আমরা সতর্ক করেছি। অভিযানে ইলিয়াসের মাংসের দোকানকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ১ হাজার টাকা, খাজা মাংস বিতানকে ২ হাজার টাকা, বিনিময় স্টোরে মেয়াদোত্তীর্ণ ও এমআরপি (সর্বোচ্চ খুচরা মূল্য) বিহীন পণ্য বিক্রির জন্য রাখায় ১০ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপদত্যাগ করলেন চবি চারুকলা ইনস্টিটিউটের পরিচালক
পরবর্তী নিবন্ধসেন্ট স্কলাসটিকাস স্কুলের তিন শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত