তাজরীন ট্রাজেডির এক দশক

| শুক্রবার , ২৫ নভেম্বর, ২০২২ at ৯:৩০ পূর্বাহ্ণ

বাংলাদেশে তৈরি পোশাক কারখানায় সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের এক দশক পূর্তির দিনটি স্মরণ করেছেন শ্রমিকরা। ১০ বছর আগের এই দিনে ঢাকার আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে আগুনে পুড়ে অন্তত ১১২ জনের মৃত্যু হয়।

গতকাল বৃহস্পতিবার দিনটি উপলক্ষে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা দেশে ও দেশের বাইরে এ ধরনের অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের ন্যায়বিচার এবং কারখানার নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে লড়াই চালিয়ে যাওয়ার আওয়াজ তুলেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্বের তৈরি পোশাক খাতে শ্রমিক ইউনিয়নগুলোর সবচেয়ে বড় জোট ক্লিন কদস ক্যাম্পেইন (সিসিসি)। খবর বিডিনিউজের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কারখানায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হলেও আরও অনেক কিছু করার বাকি। এর মধ্যে রয়েছে, ব্র্যান্ডগুলোর নিরাপত্তা চুক্তিতে সই করা, যার মাধ্যমে বাংলাদেশের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত হবে। সিসিসি বলেছে, “২০১২ সালের ২৪ নভেম্বরের দুর্ভাগ্যজনক দিনটির ১০ বছর পূর্তিতে আমরা ওই ঘটনায় নিহতদের স্মরণ করছি এবং তাদের পরিবার ও ওই ঘটনায় আহতদের প্রতি আমাদের সমবেদনা জানাই, যারা এখনও সেই দুর্ঘটনার পরিনতি বয়ে চলেছেন।”

পূর্ববর্তী নিবন্ধমালদ্বীপে প্রেম, তাইওয়ানের তরুণী হাজির বাংলাদেশে
পরবর্তী নিবন্ধকারাবন্দী আলেমদের মুক্তি দাবি হেফাজত আমীরের