‘তাজমহল’ উপহার দিলেন স্ত্রীকে

| মঙ্গলবার , ৩০ নভেম্বর, ২০২১ at ৮:৫৫ পূর্বাহ্ণ

অমর প্রেমের কীর্তি আগ্রার তাজমহল। স্ত্রী মমতাজের প্রতি ভালবাসার স্বীকৃতিস্বরূপ সম্রাট শাহজাহানের গড়া যে নিদর্শন বিশ্বের বিস্ময় হয়ে আছে, এবার তারই এক ‘অনুকৃতি’ গড়ে স্ত্রীকে উপহার দিয়েছেন ভারতের মধ্যপ্রদেশের এক বাসিন্দা। এই শাহজাহানের নাম আনন্দপ্রকাশ চৌকসিয়া। পেশায় ব্যবসায়ী। তার বাড়ি মধ্যপ্রদেশের বুরহানপুরে। সেখানেই তাজমহলের আদলে নিজের ভালবাসার এই প্রাসাদ গড়েছেন আনন্দ প্রকাশ। মোগল সম্রাট শাহজাহান তার মৃত স্ত্রী মমতাজের স্মৃতিতে বানিয়েছিলেন তাজমহল। তবে আনন্দর তাজমহল কোনও সমাধি সৌধ নয়। জীবিত স্ত্রী মঞ্জুশার সঙ্গে এখানেই বাস করতে চান তিনি। বিবিসি- কে আনন্দপ্রকাশ বলেছেন, এই বাড়িটি আমার ভালবাসার স্মৃতি। আমার স্ত্রীর জন্য। তবে কেবল স্ত্রী-ই নয়, বুরহানপুর শহরের জন্য এবং জনগণের জন্যও এই বাড়ি তার উপহার বলে জানিয়েছেন আনন্দ।

পূর্ববর্তী নিবন্ধনিউ ইয়র্কে ফের জরুরি অবস্থা জারি
পরবর্তী নিবন্ধটিকায় থামবে ওমিক্রন?