‘তাজকিয়া’র যুগ জিজ্ঞাসার আসর’

এস জেড এইচ এম ট্রাস্টের উদ্যোগ

| বুধবার , ১৪ জানুয়ারি, ২০২৬ at ৭:৪২ পূর্বাহ্ণ

গাউসুল আযম হযরত মাওলানা শাহ্‌ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর (.) দ্বিশততম জন্মবার্ষিকী ও ১২০তম ১০ মাঘ উরস শরিফ উপলক্ষে ‘এস জেড এইচ এম ট্রাস্ট’এর ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৪র্থ দিবসে ট্রাস্টের যুব সংগঠন তাজকিয়া’র উদ্যোগে ভ্রান্ত ধারণা ভাঙ্গার লক্ষ্যে যুক্তি ও প্রমাণের আলোচনায় এবং সত্য অনুসন্ধানের যাত্রায় এক চিন্তাশীল আয়োজন “যুগ জিজ্ঞাসার আসর : Dispelling Misconception শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। তাজকিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক ইরফান হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন সহসভাপতি ও যুগজিজ্ঞাসা আসর অনুষ্ঠানের আহ্বায়ক মোহাম্মদ জামশেদ আলম। তিনজন সম্মানিত বক্তার আলোচনা প্রফেসর ড. মোঃ শাহীনুর রহমান অধ্যাপক, মনোবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তিনি মানুষের চিন্তনের ত্রুটি, কগনিটিভ বায়াস ও সিদ্ধান্ত গ্রহণের সীমাবদ্ধতাগুলো ব্যাখ্যা করেন মনোবৈজ্ঞানিক ও নিউরোসায়েন্টিফিক দৃষ্টিকোণ থেকে। সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ নুরুন্নবী আযহারী বলেন, আনুষ্ঠানিক ধর্মাচরণ, বাহ্যিক ধর্মীয়তা, পোশাক ও সৎ কাজঅসৎ কাজ নিয়ে সমাজে প্রচলিত বিভ্রান্তিগুলো বাস্তবতা ও ধর্মীয় আলোকে বিশ্লেষণ করেন। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ও সহকারী প্রক্টর মীর তরিকুল আলম “ব্রেইনওয়াশড: অদৃশ্য শিকল ভেঙে মুক্তির পথে” আলোচনায় সমসাময়িক সামাজিক ও মানসিক প্রভাবগুলো গভীরভাবে তুলে ধরেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি মাসিক আলোকধারা সম্পাদক অধ্যাপক জহুর উল আলম জ্ঞান, আত্মসমালোচনা ও সচেতন চিন্তার গুরুত্বের ওপর আলোকপাত করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক ও এস জেড এইচ এম ট্রাস্টের প্রফেসর ড. মোহাম্মদ জসীমউদ্দিন প্রশ্নভিত্তিক চিন্তা ও ভ্রান্ত ধারণা ভাঙার সাংস্কৃতিক প্রয়োজনীয়তা তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাজকিয়ার সভাপতি মোহাম্মদ রমিজ আলী। তাজকিয়ার বিভিন্ন শাখার সদস্যবৃন্দ এবং শুভাকাক্সক্ষীরা এতে উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাস্টারদা সূর্য সেনের ফাঁসি দিবস পালিত
পরবর্তী নিবন্ধসিএমপির মাসিক কল্যাণ সভা