বলেছেন,তাকওয়া মানব জীবনের অমূল্য সম্পদ। তাকওয়া মানুষের আখলাক বা চরিত্রকে সংশোধন করে। মুমিনের ঈমানকে মজবুত করে। তাকওয়ার অভাবেই এ সমাজে অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, খুন–খারাবি, চুরি–ডাকাতি, হিংসা–বিদ্বেষ ইত্যাদি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সাতকানিয়া কাঞ্চনা শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেঙের বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেঙ ট্রাস্ট সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহ্জাদা মহিউদ্দিন মজিদি। গত ৩১ জানুয়ারি আলহাজ আহমাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন অধ্যাপক ইউছুফ বিন্–নূরী, অধ্যক্ষ আব্দুল মান্নান শামসী, মোহাম্মদ ফারুক, হাফেজ আবুল হায়াত মিয়াজী, হাফেজ ক্বারী আব্দুর রশিদ। প্রধান অতিথি ছিলেন সৌদি আরব জেদ্দা আল–বাওয়াদি হাফেজ ক্বারী ইব্রাহিম।
উপস্থিত ছিলেন এম.এ কামাল উদ্দিন, সাহেদুল আলম, সাজ্জাদ হোসেন, হাফেজ জালাল উদ্দিন, হাফেজ যায়েদ, আবু তাহের, মোহাম্মদ সায়েদুল আলম, রায়হান বিন আহমদ হোসেন চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।