তাইওয়ান সংঘাত উস্কে উঠলে জাতীয় ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় চীনকে রাশিয়া সমর্থন দেবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রোববার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস প্রকাশিত এক সাক্ষাৎকারে ল্যাভরভ এমনটি জানান। খবর বিডিনিউজের।
রাশিয়ার এই শীর্ষ কূটনীতিক উল্লেখ করেছেন, তাইওয়ান প্রণালীতে সম্ভাব্য উত্তেজনা বৃদ্ধির পরিস্থিতিতে করণীয় গণপ্রজাতন্ত্রী চীনের সঙ্গে ২০০১ এর ১৬ জুলাই হওয়া সুপ্রতিবেশীসুলভতা এবং বন্ধুত্বপূর্ণ সহযোগিতার চুক্তিতে বর্ণিত আছে। চুক্তির মূল নীতিগুলোর একটি হল জাতীয় ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় পারস্পরিক সহায়তা।












