তাইওয়ান ঘিরে চীনের মহড়া

সাইয়ের যুক্তরাষ্ট্র সফর

| শনিবার , ৮ এপ্রিল, ২০২৩ at ৬:২৮ পূর্বাহ্ণ

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইংওয়েনকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকারের স্বাগত জানানোর প্রতিক্রিয়ায় দ্বীপটির চারপাশের সাগরে সামরিক মহড়া শুরু করেছে চীন। বুধবার ক্যালিফোর্নিয়ায় সাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন হাউজ স্পিকার কেভিন ম্যাকার্থি। এর এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র সফরে যান সাই। সেখানে নিউ ইয়র্কে তাকে লিডারশিপ অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়। খবর বিডিনিউজের

 

বুধবারের বৈঠকে সাই যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে ‘শক্তিশালী ও অনন্য অংশীদারিত্বের’ প্রশংসা করেন। অন্যদিকে, ম্যাকার্থি তাইওয়ানে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি অব্যাহত থাকবে বলে জানান।

এ দুই নেতার বৈঠকের বিরুদ্ধে ‘কড়া প্রতিক্রিয়া’ দেখানোর প্রতিজ্ঞা করেছে বেইজিং। তারা তাইওয়ানের চারপাশের সমুদ্রে যুদ্ধজাহাজ পাঠিয়েছে বলে জানায় বিবিসি। নানা কারণে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের তিক্ততা দিন দিন বাড়ছেই। ঠিক এ সময়ে তাইওয়ানের প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফরকে তাই কোনোভাবেই

কাকতালীয় বলা যায় না। বরং এর মাধ্যমে যুক্তরাষ্ট্র চীন থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেদের স্বাধীনতা ঘোষণা করা দ্বীপটির প্রতি তাদের সমর্থন আরও জোরালো এবং খোলাখুলিভাবে প্রদর্শন করছে। যুক্তরাষ্ট্রের দুই প্রধান রাজনৈতিক দল ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান পার্টি উভয়ই তাইওয়ানের প্রতি নিজেদের সমর্থন

প্রদর্শনে রীতিমত প্রতিযোগিতায় নেমেছে। গত বছর যুক্তরাষ্ট্রের সাবেক হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি ঐতিহাসিক এক সফরে তাইপে গিয়েছিলেন। যার বিরুদ্ধে মারাত্মক প্রতিক্রিয়া দেখিয়েছিল চীন।

পূর্ববর্তী নিবন্ধ২৫ এপ্রিল বসছে জব্বারের বলি খেলার ১১৪তম আসর
পরবর্তী নিবন্ধপশ্চিম তীরে গুলিতে দুই ইসরায়েলি নিহত