যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইপে সফর নিয়ে উত্তেজনার মধেই দ্বীপদেশটিতে একদল মার্কিন আইনপ্রণেতার সফরে ক্ষুব্ধ চীন তাইওয়ান ঘিরে আরও সামরিক মহড়া চালিয়েছে।
পাঁচ মার্কিন আইনপ্রণেতার ওই দলটি গত রোববার তাইওয়ানের রাজধানী তাইপে সফরে গেছে এবং প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে দেখা করেছে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে চীন একে ‘সার্বভৌমত্বের লঙ্ঘন’ বলে অভিযোগ করেছে এবং গতকাল তাইওয়ান ঘেঁষে মহড়া চালিয়েছে। এদিন ১৫টি চীনা জঙ্গি বিমান তাইওয়ান প্রণালীর মাঝরেখা অতিক্রম করেছে বলে জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর বিডিনিউজের।
তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে মনে করে চীন। এ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে প্রয়োজন হলে সামরিক শক্তি ব্যবহারের হুমকিও দিয়ে আসছে তারা। পেলোসির তাইপে সফরের আগে যুক্তরাষ্ট্রকে ‘এক চীন’ নীতি মেনে চলা এবং আগুন নিয়ে না খেলার হুঁশিয়ারিও করেছে চীন। কিন্তু চীনের হুমকিধমকির পরও গত ২ আগস্ট তাইওয়ান সফরে যান পেলোসি। তার সফরকে কেন্দ্র করে ক্ষুব্ধ চীন তাইওয়ান ঘিরে নজিরবিহীন মহড়া শুরু করলে চরম উত্তেজনা সৃষ্টি হয়। চীন প্রাথমিকভাবে চার দিনের জোর সামরিক মহড়া শেষের পরদিনই আরও মহড়া চালিয়েছিল। আর এখন মার্কিন প্রতিনিধিদলের তাইওয়ান সফরের এই সময়ে চীন নতুন করে আরও মহড়া চালাল।