চীন, তাইওয়ানকে আক্রমণ করলে জাপান ও যুক্তরাষ্ট্র চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারবে না, বেইজিংকে এটি বুঝতে হবে বলে মন্তব্য করেছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। তাইওয়ানি থিঙ্ক ট্যাঙ্ক ‘ইনস্টিটিউট ফর ন্যাশনাল পলিসি রিসার্চ’ এর আয়োজিত ফোরামে গতকাল অনলাইনে যোগ দিয়ে আবে এসব কথা বলেন। খবর বিডিনিউজের।
স্বশাসিত দ্বীপ তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে বিবেচনা করে চীন।