তাইওয়ানে সামরিক বাহিনীতে এক বছর কাজ করা বাধ্যতামূলক

| বুধবার , ২৮ ডিসেম্বর, ২০২২ at ৪:৫২ পূর্বাহ্ণ

তাইওয়ানে সামরিক বাহিনীতে কাজ করার মেয়াদ চার মাস থেকে বেড়ে এক বছর হচ্ছে। দেশটির প্রেসিডেন্ট সাই ইংওয়েন এমনটিই বলেছেন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলন থেকে প্রেসিডেন্ট সাই প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার এই পরিকল্পনা ঘোষণা করেন। তিনি বলেন, শান্তি আকাশ থেকে নামবে নাতাইওয়ান কর্তৃত্ববাদী সমপ্রসারণের সম্মুখ পর্যায়ে রয়েছে। প্রেসিডেন্ট সাই বলেন, নিয়োগের ক্ষেত্রে আরও কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হবে। যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের অগ্রগামী সামরিক বাহিনীর কাছ থেকে কিছু জিনিসপত্র ধার করা হবে। খবর বিডিনিউজের।

তিনি জানান, তাইওয়ানের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থা চীনের আগ্রাসনের সঙ্গে তাল মেলানোর ক্ষেত্রে অপর্যাপ্ত। সাই বলেন, এটি সত্যিই কঠিন সিদ্ধান্ত। প্রেসিডেন্ট হিসেবে, সামরিক বাহিনীর প্রধান হিসেবে জাতীয় স্বার্থ এবং গণতান্ত্রিক জীবনধারা রক্ষায় এটি আমার অনিবার্য দায়িত্ব।

তিনি বলেন, কেউ যুদ্ধ চায় না। তাইওয়ান ও তাইওয়ানের নাগরিকরা অভিন্ন, আন্তর্জাতিক সমপ্রদায়ও এক। চীনা সামরিক আগ্রাসন আগস্টের পর থেকে বাড়ছে। গত আগস্টে যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর থেকে তাইপে ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।

পূর্ববর্তী নিবন্ধভারতের ওড়িশাতে পুতিনের সমালোচক রুশ এমপির রহস্যময় মৃত্যু
পরবর্তী নিবন্ধপ্রস্তাব মানো, নয়তো সিদ্ধান্ত রুশ সেনাবাহিনীর