তাইওয়ানের আশপাশে মহড়া, চীনকে সংযম প্রদর্শনের আহ্বান যুক্তরাষ্ট্রের

| সোমবার , ১০ এপ্রিল, ২০২৩ at ১০:৫০ পূর্বাহ্ণ

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইংওয়েনের গত সপ্তাহের যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে স্বশাসিত দ্বীপটির আশপাশে দ্বিতীয় দিনের মতো নৌ মহড়া চালাচ্ছে চীন। নৌ ও বিমান বাহিনীকে ব্যবহার করে তাইওয়ানকে ঘিরে ফেলার অনুকরণে চলা এই মহড়াকে বেইজিং তাইপের জন্য কঠোর হুঁশিয়ারি বলছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চীনকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। রোববার মহড়ার দ্বিতীয় দিনেও দ্বীপটির আশপাশ দিয়ে কয়েক ডজন চীনা বিমান উড়ে গেছে, দ্বীপের কাছে ৯টি যুদ্ধজাহাজও শনাক্ত হয়েছে বলে তাইওয়ানের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। চীনের এই জয়েন্ট সোর্ড মহড়া সোমবার শেষ হওয়ার কথা। খবর বিডিনিউজের।

মহড়া এরই মধ্যে তাইওয়ানের কর্মকর্তাদের তাঁতিয়ে দিয়েছে। শনিবার তাইপেতে দ্বীপটির প্রতিরক্ষা কর্মকর্তারা অভিযোগ করে বলেছেন, বেইজিং সাইয়ের সফরকে তাদের মহড়ার অজুহাত হিসেবে কাজে লাগানোর চেষ্টা করছে। এই ধরনের মহড়া তাইওয়ান প্রণালীর শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার ক্ষতি করছে বলেও মন্তব্য করেন তারা। যুক্তরাষ্ট্র সফরে সাই এবার মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাককার্থির সঙ্গে বৈঠক করেন।

শনিবার মহড়ার শুরুর দিন পিংটান দ্বীপের কাছ দিয়ে যাওয়ার সময় এক চীনা যুদ্ধজাহাজকে গোলা ছুড়তে দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তাইওয়ানের সবচেয়ে কাছের চীনা ভূখণ্ডই হচ্ছে পিংটান। স্বশাসিত দ্বীপটির সমুদ্র বিষয়ক পরিষদ একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে যাতে তাইওয়ানের একটি জাহাজ চীনা যুদ্ধজাহাজকে অনুসরণ করছে এমনটা দেখা গেছে। কোথায় এই ঘটনাটি ঘটেছে তা জানায়নি তারা। তাইওয়ানের সমুদ্র বিষয়ক পরিষদই কোস্ট গার্ডকে পরিচালনা করে।

পূর্ববর্তী নিবন্ধকোভিড বাড়ছে ভারতজুড়ে, ৩ রাজ্যে ফিরল মাস্ক
পরবর্তী নিবন্ধতিউনিসিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের দুটি নৌকা ডুবি মৃত্যু ৪, নিখোঁজ ২৩