তাইওয়ানকে ঘিরে চীনের সবচেয়ে বড় সামরিক মহড়া

| মঙ্গলবার , ৩০ ডিসেম্বর, ২০২৫ at ১১:১৩ পূর্বাহ্ণ

তাইওয়ানকে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার সক্ষমতা দেখাতে দ্বীপরাষ্ট্রটি ঘিরে সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করেছে চীন। খবর বিডিনিউজের।

রয়টার্স লিখেছে, সোমবার থেকে জাস্টিস মিশন ২০২৫ নামের এই মহড়ায় রেকর্ডসংখ্যক যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং আধুনিক অস্ত্রশস্ত্র মোতায়েন করেছে বেইজিং। চীনের ইস্টার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, এই মহড়ায় বিপুল সংখ্যক সেনা, যুদ্ধজাহাজ, ফাইটার জেট এবং কামান মোতায়েন করা হয়েছে।

এর মাধ্যমে তাইওয়ানকে ঘিরে ফেলা, প্রধান সমুদ্রবন্দরগুলো অবরোধ করতে তাজা গুলির মহড়া এবং স্থল ও সমুদ্রে কাল্পনিক লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলার সিমুলেটেড স্ট্রাইক চালানো হবে। তাইওয়ান ঘিরে কয়েকটি অঞ্চল চিহ্নিত করেছে চীন। মঙ্গলবার রেকর্ড সাতটি জোনে সরাসরি গোলাবর্ষণের মহড়া অব্যাহত থাকবে বলে জানিয়েছে চীনের মেরিটাইম সেফটি অ্যাডমিনিস্ট্রেশন। এবারের মহড়ায় চীন প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন হিউম্যানয়েড রোবট, মাইক্রোড্রোন এবং অস্ত্রধারী রোবটিক কুকুরের যুদ্ধক্ষেত্রে ব্যবহারের ভিডিও প্রকাশ করেছে। সমপ্রতি তাইওয়ানের জন্য ১ হাজার ১১০ কোটি ডলারের অস্ত্র বিক্রির প্যাকেজ ঘোষণা করে যুক্তরাষ্ট্র। দ্বীপটির জন্য এটি যুক্তরাষ্ট্রের এ যাবৎকালের সবচেয়ে বড় অস্ত্র বিক্রির চুক্তি।

পূর্ববর্তী নিবন্ধনেপালে নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী সাবেক র‌্যাপার বালেন্দ্র শাহ
পরবর্তী নিবন্ধইউক্রেন আলোচনায় অগ্রগতির কথা বললেন ট্রাম্প