তাইওয়ানে ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ৭, আহত ৭০০

| বৃহস্পতিবার , ৪ এপ্রিল, ২০২৪ at ১১:১৫ পূর্বাহ্ণ

পঁচিশ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে তাইওয়ান। ভূমিকম্পে ৭ জনের মৃত্যু এবং আহত হয়েছে ৭০০ জন। সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তুলে নেওয়া হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, তাইওয়ানের পূর্ব উপকূলে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৪। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল তাইওয়ানের হুয়ালিয়েন শহর থেকে ১৮ কিলোমিটার দক্ষিণে, উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৫ দশমিক ৫ কিলোমিটার গভীরে। খবর বিডিনিউজের।

গতকাল বুধবার স্থানীয় সময় সকাল ৭ টা ৫৮ মিনিটে ঘটা এ ভূমিকম্প অনুভূত হয়েছে চীন, ফিলিপাইন এবং জাপানেও। ওই সময় লোকজন কাজে যাচ্ছিল আর শিক্ষার্থীরা যাচ্ছিল স্কুলে। তাইওয়ানের সরকার জানিয়েছে, পূর্বাঞ্চলীয় পর্বতময় কাউন্টি হুয়ালিয়েনে চারজনের মৃত্যু ও ৫০ জনের বেশি আহত হয়েছে। তাইওয়ানের দমকল পরিষেবা জানিয়েছে, ছুটে আসা পাথরে চাপা পড়ে এদের একজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জাপানের আবহাওয়া দপ্তর এক জরুরি বার্তায় সুনামি সতর্কতা জারি করে। সেখানে বলা হয়েছে, সুনামির সময় সাগরের ঢেউয়ের উচ্চতা ৩ মিটার ছাড়িয়ে যেতে পারে। ফিলিপিন্সেও সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। পরে উভয় দেশই এসব সুনামি সতর্কতা তুলে নিয়েছে। ভূমিকম্পে অন্তত ২৬টি ভবন ধসে পড়েছে। এসব ভবনের অর্ধেকেরও বেশি হুয়ালিয়েনে। ভবনগুলোতে প্রায় ২০ জনের মতো আটকা পড়েছে আর তাদের উদ্ধারের চেষ্টা চলছে। বিবিসি জানিয়েছে, হুয়ালিয়েন শহরে বেশ কয়েকটি ভবন বিপজ্জনকভাবে হেলে থাকতে দেখা গেছে।

সোশ্যাল মিডিয়ায় আসা ভিডিওতে ভূমিকম্পের সময় রাজধানীর তাইপের ভবনগুলো কাঁপতে দেখা গেছে। ঝাঁকুনিতে আসবাবপত্র ছিটকে পড়তে দেখা গেছে। কর্মকর্তারা বলছেন, গত ২৫ বছরের মধ্যে তাইওয়ানে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, সুনামির বেশ কয়েকটি ছোট ঢেউ দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া প্রিফেকচারে কিছু অংশে পৌঁছেছে। পরে সুনামি সতর্কতার মাত্রা হ্রাস করে শুধু সতর্ক থাকতে বলা হয়। এই ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ৭ ছিল বলে উল্লেখ করেছে তারা।

ফিলিপিন্সের সিসমোলজি এজেন্সিও দেশটির বেশ কয়েকটি প্রদেশের উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করে। তাইওয়ানও সুনামি সতর্কতা জারি করেছিল, কিন্তু এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে। রয়টার্সের প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানিয়েছেন, তাইপেতে এখনও পরাঘাত অনুভূত হচ্ছে। এ পর্যন্ত ২৫টিরও বেশি পরাঘাত রেকর্ড করা হয়েছে বলে তাইওয়ানের আবহাওয়া প্রশাসন জানিয়েছে। চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, চীনের ফুজিয়ান প্রদেশে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। সাংহাই শহরেও এটি অনুভূত হয়েছে। তাইপে নগর কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানীতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর হয়নি, ভূমিকম্পের কিছুক্ষণ পরই মেট্রো রেল চলাচল শুরু করে। তাইওয়ানের দুটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভূমিকম্পের কোনো প্রভাব পড়েনি।

পূর্ববর্তী নিবন্ধবুশরা বিবিকে বিষ খাওয়ানো হয়েছিল, দাবি ইমরানের
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে চোলাই মদসহ নারী আটক