তাইওয়ানের কাছে সাড়ে ৩৮ কোটি ডলারের অস্ত্র বিক্রি অনুমোদন

| রবিবার , ১ ডিসেম্বর, ২০২৪ at ১১:১৩ পূর্বাহ্ণ

তাইওয়ানের কাছে এফ১৬ জঙ্গি বিমান ও রেডারের ৩৮ কোটি ৫০ লাখ ডলারের খুচরা যন্ত্রাংশের সম্ভাব্য বিক্রির বিষয়টি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং তে শনিবার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এক স্পর্শকাতর সফর শুরু করার একদিন আগে শুক্রবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন সম্ভাব্য অস্ত্র বিক্রির বিষয়টি অনুমোদনের কথা জানিয়েছে। খবর বিডিনিউজের। ওয়াশিংটন ও তাইপের মধ্যে আনুষ্ঠানিক কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। কিন্তু তা সত্ত্বেও চীনের মালিকানা দাবি করা দ্বীপ তাইওয়ানের আত্মরক্ষার জন্য যুক্তরাষ্ট্র আইনত প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করতে বাধ্য। বিষয়টি ক্রমাগতভাবে চীনের ক্ষোভের কারণ হচ্ছে। চীন দ্বীপটির ওপর সার্বভৌমত্ব দাবি করে এলেও তাইওয়ান তা প্রত্যাখ্যান করে আসছে। তাইওয়ানের বিরুদ্ধে সামরিক চাপ বৃদ্ধি করে আসছে চীন। চলতি বছর এ পর্যন্ত দ্বীপটির আশপাশে দুইবার সামরিক মহড়া চালিয়েছে তারা। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে লাইয়ের সফরকালে বেইজিং এ ধরনের আরও মহড়া চালাতে পারে বলে নিরাপত্তা সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভারতের বারানসি রেলস্টেশনে ব্যাপক অগ্নিকাণ্ড
পরবর্তী নিবন্ধবিদ্রোহীদের কব্জায় আলেপ্পোর অর্ধেকের বেশি এলাকা, তুমুল লড়াই