তল্লাশিকালে পুলিশের উপর হামলা, গ্রেপ্তার ২

চান্দগাঁও রাস্তার মাথা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৫ জানুয়ারি, ২০২৫ at ৮:১০ পূর্বাহ্ণ

নগরের চান্দগাঁও থানার রাস্তার মাথায় টহল পুলিশের উপর হামলার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হলেন বায়েজিদ কুঞ্জছায়া আবাসিক এলাকার মনছুর আহমেদ এর ছেলে মো. মোরশেদ (৩১) ও বোয়ালখালী জব্বার সওদাঘর বাড়ির শামসুল আলমের ছেলে মো. করিম (৩৮)। গত রাত পৌনে ৮টার দিকে তাদের ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চান্দগাঁও থানার এএসআই অসিত নাথ ফোর্সসহ কাপ্তাই রাস্তার মাথার মোহরা পুলিশ বঙের সামনে নিয়মিত চেকপোস্ট ডিউটি করছিলেন। এসময় তল্লাশিকালে মনছুর ও করিম পুলিশের উপর হামলা করে। এতে এক এসআইসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। তারা হলেনএসআই মোঃ হাবিবুর রহমান, এএসআই অসিত নাথ, কনস্টেবল আব্দুস সাত্তার, মোঃ আমিরুল ইসলাম ও ফরিদ শেখ।

পুলিশ জানায়, পুলিশের সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশের উপর আক্রমণ করে গুরুতর জখম করায় মোরশেদ ও করিমকে গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধপটিয়ায় পাহাড়ি সন্ত্রাসীদের অপহরণ বাণিজ্য