তরুণ সংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে শীতবস্ত্র বিতরণ

| শনিবার , ২০ ডিসেম্বর, ২০২৫ at ১০:৫৯ পূর্বাহ্ণ

মহান বিজয় দিবস ও সামাজিক সংগঠন তরুণ সংঘের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের ডিসি রোড়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক বাদশাহ। তিনি তার বক্তব্যে বলেন, “শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোই মহান বিজয় দিবসের প্রকৃত চেতনা। মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে তরুণদের এগিয়ে আসতে হবে।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকবাজার থানা যুবদলের সাবেক আহ্বায়ক মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম মহানগর যুবদলের যুব সংগঠক ও সাবেক সহসভাপতি চট্টগ্রাম মহানগর ছাত্রদল এবং সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক চকবাজার থানা ছাত্রদল মুহাম্মদ গিয়াস উদ্দিন আবিদ এবং চকবাজার থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ সোহেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তরুণ সংঘের সভাপতি ও চকবাজার থানা ছাত্রদল নেতা ইসমাইল ফাহিম চৌধুরী। বক্তারা বলেন, তরুণ সংঘ দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধএক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪ অর্জন করল ইউনিলিভার
পরবর্তী নিবন্ধভয় দেখিয়ে, আতঙ্ক সৃষ্টি করে নির্বাচন বানচাল করা যাবে না