দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, বন্যরা বনে সুন্দর শিশুরা মাতৃকূড়ে। প্রকৃত সাংস্কৃতিক কর্মীদের সাংস্কৃতিক অঙ্গনকে সাজানো হবে। বিশ্বে বাঙালিই একমাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছে। আগামীর দেশ গড়তে তরুণ–যুব সমাজকে জ্ঞান অর্জনে বেশি বেশি বই পড়তে হবে। তিনি গতকাল বৃহস্পতিবার পটিয়া ক্লাব মাঠে একুশে বই মেলা উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। পটিয়া একুশে বইমেলা পরিষদের চেয়ারম্যান সাবেক মেয়র অধ্যাপক মুহাম্মদ হারুনুর রশীদ সভাপতিত্বে ও সদস্য সচিব মুহাম্মদ ছৈয়দ চেয়ারম্যানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সাবেক এমপি চেমন আরা তৈয়ব, উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দীন ভূঞা জনী, সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আফরোজ, কবি ও সাংবাদিক রাশেদ রউফ, প্রদীপ দাশ, সামশুদ্দিন আহমদ, আ ক ম সামশুজ্জামান, মুহাম্মদ বদিউল আলম, আ ম ম টিপু সুলতান চৌধুরী, মোজাহেরুল আলম চৌধুরী,নাছির উদ্দিন, গোলাম সরোয়ার চৌধুরী মুরাদ, দিদারুল আলম দিদার, নিপুর চৌধুরী, অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, অধ্যাপক ভগীরথ দাশ, গৌতম চৌধুরী প্রমুখ। পরে অতিথিবৃন্দরা বিভিন্ন লেখকের বইয়ের মোড়ক উন্মোচন করেন। প্রেস বিজ্ঞপ্তি।