আমরা কজন তরুণ মাঝি
ধরেছি স্বপ্নের হাল,
অত্যাচারের শিকল ভেঙে
উড়াবো নতুন পাল।
নবীন প্রবীণ পাশে আছে
আমরা নইকো অবুঝ!
রক্ত ভেজা দেশটাকে আজ
করবো মোরা সবুজ।
নতুন করে বাংলা সাজাই
বীজতলাকে আবার,
অনাহারের মুখে যেন
তুলে দিব খাবার।
তিলে তিলে ধৈর্য নিয়ে
নতুন দেশটি গড়ি,
স্বৈরাচারের পতন করে
শক্ত লাগাম ধরি।