তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়নে উচ্চশিক্ষা অপরিহার্য

ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকীতে সাবেক উপাচার্য

| শুক্রবার , ৫ জুলাই, ২০২৪ at ৭:১৭ পূর্বাহ্ণ

ঢাবি, ক্লাব চট্টগ্রামের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ক্লাবের আহ্বায়ক মো. এরশাদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব ড. মোজাম্মেল হকের সঞ্চালনায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাবির সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

বিশেষ অতিথি ছিলেন চবি শিক্ষক প্রফেসর ড. রহমান নাছির উদ্দীন, চবি শিক্ষক মনিরুল হাসান ও ফরিদুল আলম। শুরুতে কেক কেটে, বেলুন ও কবুতর উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। ঢাবি ক্লাব চট্টগ্রামের অতীত, বর্তমান কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন, বিশ্বজ্যুতি সেন। প্রধান অতিথি বলেন, তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়নে উচ্চশিক্ষা অপরিহার্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় পল্লী বিদ্যুতের কর্মীরা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে দক্ষ জনশক্তি গড়ে তুলতে কাজ করবে কোরিয়া