তরুণ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে

বিজিসি ট্রাস্ট ভার্সিটির নবীন বরণে ড. আবু তাহের

| রবিবার , ১৩ মার্চ, ২০২২ at ১০:৩৭ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির নবীন বরণ গতকাল শনিবার বিজিসি বিদ্যানগরে বঙ্গবন্ধু ফ্রিডম স্কোয়ারে উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম. আওরঙ্গজেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আবু তাহের । বিশেষ অতিথি ছিলেন ভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আফরিন আহমদ হাসনাইন, চবি আইন অনুষদের ডীন প্রফেসর এ.বি.এম. আবু নোমান। স্বাগত বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. মো. সরওয়ার উদ্দীন। প্রভাষক নওরীন আফরিন ও প্রভাষক সাবরিনা জাহান মাইশার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন প্রফেসর এ.এন.এম ইউসুফ চৌধুরী, প্রফেসর ড. নারায়ণ বৈদ্য, রেজিস্ট্রার এ.এফ.এম. আখতারুজ্জামান কায়সার, ইংরেজি বিভাগের চেয়ারম্যান খালেদ বিন চৌধুরী, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অনিন্দ্য কুমার নাথ, আইন বিভাগের চেয়ারম্যান নাজনীন আক্তার, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাহউদ্দীন চৌধুরী, জার্নালিজম ও মিডিয়া স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুর রশিদ।
প্রধান অতিথি বলেন, আমরা অপার সম্ভাবনাময় বাংলাদেশে বাস করছি। আজকের শিক্ষার্থীদেরকে আগামীর উন্নত বাংলাদেশ গড়তে হবে। তাই সময়ের অপচয় না করে যথাযথ কর্ম পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে অভিভাবকদের স্বপ্ন পূরণ করতে হবে। সেই সাথে নিজেদেরকে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, শুধু ডিগ্রি অর্জন করলে বর্তমান প্রতিযোগিতাময় বিশ্বে সফল হওয়া যাবেনা। যুগোপযোগী জ্ঞান অর্জনের মাধ্যমে নিজ নিজ ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে হবে। তিনি শিক্ষার্থীদেরকে উন্নত বাংলাদেশ গড়ার সংগ্রামে আত্মনিয়োগ করার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে
পরবর্তী নিবন্ধআকবরশাহে চন্ডীযজ্ঞ উদযাপন