চট্টগ্রাম একাডেমি আয়োজিত মাসিক সাহিত্য আড্ডায় বক্তারা সাহিত্য–সংস্কৃতি চর্চার ওপর গুরুত্বারোপ করেছেন। তাঁরা বলেন, সাহিত্যচর্চার মাধ্যমে দেশের তরুণ প্রজন্মকে মানবিক উদার জ্ঞানচর্চায় এগিয়ে আসতে উদ্বুদ্ধ করতে হবে।
কবি ও সাংবাদিক রাশেদ রউফের পরিচালনায় ফয়েজ নুরনাহার মিলনায়তনে আড্ডায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক প্রাবন্ধিক আমিনুর রশিদ কাদেরী। স্বাগত বক্তব্য দেন একাডেমির পরিচালক প্রাবন্ধিক রেজাউল করিম স্বপন। আলোচনায় অংশ নেন একাডেমির পরিচালক গল্পকার বিপুল বড়ুয়া, কথাসাহিত্যিক দীপক বড়ুয়া, প্রাবন্ধিক জাহাঙ্গীর মিঞা, লেখক এস এম আবদুল আজিজ, কবি শারুদ নিজাম, প্রাবন্ধিক অধ্যাপক বাসুদেব খাস্তগীর, অনুবাদক ফারজানা রহমান শিমু।
স্বরচিত গল্প, কবিতা–ছড়া পাঠ ও আবৃত্তি করেন অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়া, নাসের রহমান, মিজানুর রহমান শামীম, জসীম উদ্দিন খান, গোফরান উদ্দীন টিটু, মর্জিনা আখতার, প্রদ্যোত কুমার বড়ুয়া, লিটন কুমার চৌধুরী, সোমা মুৎসদ্দি, নাটু বিকাশ বড়ুয়া, গৌতম কানুনগো, তহুরা পিংকি, লিপি বড়ুয়া, তারিফা হায়দার, সুমনা বড়ুয়া, নিগার সুলতানা, মারজিয়া খানম সিদ্দিকা, কানিজ ফাতেমা, কুতুবউদ্দিন বখতিয়ার, আলমগীর হোসাইন, শরণংকর বড়ুয়া, নান্টু বড়ুয়া, তাহেরা বেগম, দিলরুবা খানম রুবি, সৌভিক চৌধুরী, জায়তুন্নেসা জেবু, নীলরতন দাশ গুপ্ত, খালেছা খানম, যারিন সুবাহ্, যেবা সামিহা, প্রিয়াঙ্কা সরকার, এ্যানি চৌধুরী, সাহেদুল ইসলাম, সুপর্ণা লিপি বড়ুয়া, শর্মি বড়ুয়া, সাইফুল্লাহ কায়সার, সরওয়ার আরমান প্রমুখ। সংগীত পরিবেশন করেন ফজল হোসেন, রুনা তাসমিনা। প্রেস বিজ্ঞপ্তি।