তরুণ প্রজন্মকে প্রীতিলতার আদর্শ ধারণ করতে হবে

স্মরণসভায় বক্তারা

| শনিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২২ at ৫:২২ পূর্বাহ্ণ

নিখিল ভারতীয় স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ নারী বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দাদারের আত্মাহুতি দিবস গতকাল শুক্রবার পালন করা হয়েছে। এ উপলক্ষে কলাকেন্দ্র ও চট্টলীয় ইয়থ কয়ারসহ বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি পালন করে। সকালে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবের (বর্তমানে রেলওয়ে উপবিভাগীয় প্রকৌশলীর দপ্তর) সম্মুখে প্রীতিলতার ভাস্কর্যে মাল্যদান করে ব্রিটিশ বিরোধী মহান স্বাধীনতা সংগ্রামীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। প্রীতিলতার ভাস্কর্যে পুষ্পার্ঘ অর্পণকালে উপস্থিত ছিলেন কলাকেন্দ্রের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা নাসিরুদ্দিন চৌধুরী, কলাকেন্দ্র ও চট্টল ইয়থ কয়ারের সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র বণিক, নারীনেত্রী রেহেনা চৌধুরী, শিল্পী সুজিত ভট্টাচার্য্য দোলন, সাংস্কৃতিক সংগঠক প্রণব রাজ বড়ুয়া, সুজিত দাশ অপু, সুজিত চৌধুরী মিন্টু, পাহাড়তলী রেলওয়ে হাই স্কুলের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র শীল, শিক্ষক প্রিয়াংকা চৌধুরী, শিক্ষক রহিমা খাতুন ও আবুল কালাম প্রমুখ। পুষ্পার্ঘ অর্পণের পর রেলওয়ে হাই স্কুলে আবৃত্তি, নৃত্য ও সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়।
চট্টল ইয়ুথ কয়ারের স্মরণসভা : চট্টল ইয়ুথ কয়ারের উদ্যোগে বিপ্লব ও মুক্তির অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মহুতি দিবস উপলক্ষে পাহাড়তলী সরকারি রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ বনিকের সভাপতিত্বে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সভাপতি ও সংগঠক এম এ সবুর। বিশেষ অতিথি ছিলেন পাহাড়তলী রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র শীল। উদ্বোধক ছিলেন নাসির উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু বাংলা বিদ্যাপিঠের প্রধান শিক্ষক প্রিয়াংকা চৌধুরী, টিকেট প্রিন্টিং প্রেস কলোনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা খাতুন। আরও উপস্থিত ছিলেন চট্টল ইয়ুথ কয়ারের সুজিত দাশ অপু, প্রনব বড়ুয়া, সমীরন পাল ও সুজিত চৌধুরী মিন্টু। স্মরণ সভায় প্রধান অতিথি বলেন, বাঙালি নারীকে প্রীতিলতা ওয়াদ্দেদার শিখিয়েছিলেন নারীরাও দেশের জন্য লড়াই করতে পারে। শিখিয়েছেন বিপ্লবের জন্য, স্বাধীনতার জন্য কী করে হার না মেনে চালিয়ে যেতে হয় এক জীবন। এক জন্মের কর্মে কেমন করে থেকে যেতে হয় মানুষের হৃদয়ের মণিকোঠায়। বাঙালি নারী চিরকাল কেবল অবলা নয়। যে বাঙালি নারী আজীবন গৃহের কোণে থাকে কেবলই সাংসারিক কাজকর্মে, সেই নারীকে তিনি চিনিয়েছেন দেশের জন্য, বিপ্লবের জন্য একটি জীবনকে কতোখানি মহিমান্বিত করা যায়। তিনি বলেন, প্রীতিলতার আদর্শ হৃদয়ে ধারণ করে পথ চলতে পারলে এ দেশের তরুণ প্রজন্ম কখনও বিপথে যেতে পারবে না। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডা. সাহিদা করিম গাইনি ওয়ার্ডের উদ্বোধন আজ
পরবর্তী নিবন্ধকবি আবু হেনা মোস্তফা কামাল ছিলেন বাচিক শিল্পের বরপুত্র