তরুণ প্রজন্মই জাতির ভবিষ্যৎ

উত্তর জেলা বিএনপির প্রস্তুতি সভায় গোলাম আকবর

| শনিবার , ৩ মে, ২০২৫ at ৭:৪৪ পূর্বাহ্ণ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেছেন যে, তরুণ প্রজন্মই জাতির ভবিষ্যৎ। তাই কর্মসংস্থানের নিশ্চয়তা ও বহুমাত্রিক শিল্পায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তরুণদের ভাবনা ও অংশগ্রহণ অত্যন্ত জরুরি। একইসঙ্গে গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে তারুণ্যের শক্তিকে সংগঠিত করাই সময়ের দাবি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তরুণদের চিন্তা, চেতনা ও সম্ভাবনাকে মূল্য দেয় এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তাদেরকে নেতৃত্বের আসনে দেখতে চায়।

তিনি গত বৃহস্পতিবার আগামী ৯ মে “কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন : তারুণ্যের ভাবনা” শীর্ষক সেমিনার এবং ১০ মে “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্য রাখছিলেন।

গোলাম আকবর খোন্দকার সেমিনার ও মহাসমাবেশকে ব্যাপক জনসমাগমের মাধ্যমে সাফল্যমণ্ডিত করতে যথাসময়ে চট্টগ্রাম উত্তর জেলার ৭ টি উপজেলা ও ৯ টি পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদেরকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান। প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী, ছালাহউদ্দিন, নুরুল আমিন, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, কর্নেল (অবঃ) আজিম উল্লাহ বাহার, অধ্যাপক আজম খান, এডঃ আবু তাহের, আব্দুল আউয়াল চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, শওকত আলী নূর, শাহীদুল ইসলাম চৌধুরী, আবু আহমদ হাসনাত, আনোয়ার হোসেন, মাহবুব সাফা, আজিজুল হক চৌধুরী, সালাউদ্দিন সেলিম চেয়ারম্যান, মোবারক হোসেন কাঞ্চন, হাসান মোহাম্মদ জসীম, সরোয়ার উদ্দিন সেলিম, আজিজুর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা ফজল বারেক, জয়নাল আবেদীন, মাঈনুদ্দিন লিটন, ইফতেখার উদ্দিন খান, আব্দুল মোতালেব চৌধুরী, শফিউল আলম চৌধুরী, মাওলানা জমির উদ্দিন নার্গিস আক্তার জাহিদুল আফসার জুয়েল, আকবর আলী, এডভোকেট খুরশেদ আলম, কবির চেয়ারম্যান, সাইফুল ইসলাম টুটুল, মোহাম্মদ সিদ্দিক প্রমূখ নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধচিন্ময় দাসের জামিন বাতিলের দাবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধতারুণ্যের শক্তি জাতির সবচেয়ে বড় সম্পদ