বর্তমান তরুণেরা একুশ শতকের জাদুকর। কোন কিছুই তরুণদের আটকে রাখতে পারবে না। একজন তরুণের মস্তিষ্কের মধ্যে মহাবিশ্ব খেলা করে। অপরিমেয় শক্তির অধিকারী প্রতিটি মানুষ। সেই মস্তিষ্কের মধ্যে অনন্তকোটি ব্রম্মান্ড নিবাস করে এবং নিজস্ব বিকিরণের মাধ্যমে মানুষ প্রসারিত হয়ে অসীমের সীমায় নিজেকে আবিষ্কার করতে পারে। নতুন কোন চমক সৃষ্টি করে বদলে দিতে পারে ভবিষ্যৎ পৃথিবীর ইতিহাস। তাই তারুণ্যের বোধের জাগরণ করতে হবে। আমাদের ভিন্ন ভাবে চিন্তা করার ও উদ্ভাবনের সাহস করতে হবে। অপরিচিত পথে চলার ও অসম্ভব জিনিস আবিষ্কারের সাহস করতে হবে। সৃজনশীলতায় ও মননশীলতায় নিজের নূতন পরিচয়ে সৃষ্টি করতে হবে। নজরুলের ভাষায়– ‘ঐ নূতনের কেতন উড়ে আসছে কালবৈশাখী ঝড়, তোরা সব জয়ধ্বনি কর।’