‘তরুণেরা একটি দেশের নিয়ামক শক্তি’

মহানগর যুবদলের প্রস্তুতি সভা

| বৃহস্পতিবার , ১ মে, ২০২৫ at ৬:৩৬ পূর্বাহ্ণ

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, তরুণেরা একটি দেশের নিয়ামক শক্তি। আর এ তারুণ্যকে সঠিকভাবে ও যথাযথভাবে কর্মে লাগানো গেলে দেশ হয়ে উঠবে স্বনির্ভর। দেশের ১০টি সাংগঠনিক বিভাগকে চারটি বৃহত্তর ভাগে বিভক্ত করে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।কর্মসূচির লক্ষ্য হলো তরুণদের জাতীয় রাজনীতিতে সক্রিয়ভাবে সম্পৃক্ত করা।একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ন্যায্য রাষ্ট্র নির্মাণের ভিত্তি রচনা করা। যেখানে তরুণেরা কেবল ভোটার নয়, বরং আগামীর নীতিনির্ধারক, চিন্তাশীল অংশীদার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামোর নির্মাতা। তরুণেরা একটি দেশের নিয়ামক শক্তি।

তিনি গতকাল বুধবার নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সামনে আগামী ৯ মে চট্টগ্রামে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার এবং ১০ মে নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে মহানগর যুবদলের এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে ও মুহাম্মদ শাহেদের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ। তিনি বলেন, দেশের ইতিহাসে একটি নতুন অধ্যায় সূচিত হয়েছে। যেখানে তারুণ্যের অদম্য শক্তি বৈষম্যহীন দেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য সংগ্রামে বিজয় ছিনিয়ে এনেছে। নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে একটি সমতা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে। তরুণদের নেতৃত্ব আমাদের দেখিয়েছে সঠিক দিকনির্দেশনায় কিভাবে সমাজকে পরিবর্তনের পথে নিয়ে যেতে পারে। যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম পল বলেন, দেশে তরুণ ভোটার ৪ কোটি। তাঁরা তো নির্বাচনে ফ্যাক্টর হিসেবে কাজ করবেন। তাঁদের বিষয়ে আমাদের কিছু চিন্তাভাবনা আছে। আগামী নির্বাচনকে টার্গেট করে যে কোনো কাজে তরুণদের প্রাধান্য দিতে হবে।

সভায় উপস্থিত ছিলেন সৈয়দ আজম উদ্দিন, ইকবাল হোসেন, নুর আহমেদ গুড্ডু, শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, জাহাঙ্গীর আলম, আব্দুল করিম, মোহাম্মদ মুছা, মিয়া মো. হারুন, জসিমুল ইসলাম কিশোর, অরুপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকি, হুমায়ুন কবির, ইকবাল পারভেজ, এরশাদ হোসেন, সেলিম উদ্দিন, তৌহিদুল ইসলাম, এমদাদুল হক বাদশা, হেলাল হোসেন,গুলজার হোসেন, শাহজালাল পলাশ, আহাদ আলী সায়েম, জাফর আহমেদ খোকন, রাসেল নিজাম, জিল্লুর রহমান জুয়েল, মুহাম্মাদ সাগির, অ্যাডভোকেট নাজমুল হাসান সিদ্দিকী, মোহাম্মদ আলাউদ্দিন, গাজী ফারুক, মোহাম্মদ আলী, মহিউদ্দিন মুকুল প্রমুখ।

প্রস্তুতি সভায় দীপ্তি ও শাহেদ আগামী ৯ ও ১০ মে কর্মসূচি সফল করার জন্য নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহণ ও আজ ১ মে সকাল ১১ টায় নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে মহানগর, থানা ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘স্থায়ী বেড়িবাঁধ না থাকায় আতংকিত দেড় লাখ মানুষ’
পরবর্তী নিবন্ধমানবিকতা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সুফি দর্শনের গুরুত্ব অপরিসীম