বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে ব্যক্তিগত মুহূর্তের ছবি–ভিডিও করে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব–৭। গ্রেপ্তার সায়েম আহম্মেদের (২৪) বাসা নগরীর বহদ্দারহাট এলাকায়। তিনি লোহাগাড়া থানার আমিরাবাদ এলাকার মৃত ফরিদ আহম্মদের ছেলে। গত ৮ মে সকাল ১০টায় নগরের চান্দগাঁও থানার বাদামতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে র্যাব–৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, ভিকটিম ফেনীর ছাগলনাইয়ার বাসিন্দা। তিনি ২০২১ সালের ডিসেম্বরে নগরীর বহদ্দারহাট এলাকায় বোনের বাসায় বেড়াতে আসেন। সে সুবাদে সায়েম আহম্মেদ নামে ওই যুবকের সাথে তার পরিচয় হয়। পরিচয় থেকে প্রণয়। এক পর্যায়ে সায়েম আহম্মেদ ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে নগরীর বিভিন্ন আবাসিক হোটেলে নিয়ে শারীরিক সম্পর্ক করেন এবং গোপনে মোবাইল ফোনে সেইসব মুহূর্তের ভিডিও ধারণ করে রাখেন। পরে ভিকটিমের বাবা–মা বিয়ে দেওয়ার জন্য তৎপর হলে ভিকটিম সায়েম আহম্মেদকে বিয়ের জন্য বলেন। তখন সায়েম ভিকটিমের সাথে সম্পর্ক ছিন্ন করেন।
২০২২ সালের ১৫ ডিসেম্বর ভিকটিম পারিবারিকভাবে বিয়ে করেন। চলতি বছরের ৪ মে বিকালে সায়েম আহম্মেদ ভুয়া ফেসবুক আইডি থেকে ওই মেয়েকে পূর্বে ধারণ করা ভিডিও পাঠিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেন। পরদিন তাকে আবার ছবি পাঠিয়ে ৫ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও তার স্বামীর কাছেসহ স্বামীর এলাকার মানুষের কাছে ছড়িয়ে দেয়ার হুমকি দেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী র্যাবের কাছে অভিযোগ দেন।
তিনি জানান, গত সোমবার সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন বাদামতলী এলাকায় অভিযান চালিয়ে আসামি সায়েম আহম্মেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ভিকটিমকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনের অডিও রেকর্ড এবং ম্যাসেঞ্জারে ভয়ভীতি প্রদর্শনের স্ক্রিনশটের প্রিন্ট কপি আলামত হিসেবে জব্দ করা হয়।