তরুণীকে আত্মহত্যার হাত থেকে রক্ষা করল চট্টগ্রামের পুলিশ

কর্ণফুলী প্রতিনিধি | রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ at ৮:১১ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন নতুন ব্রিজ এলাকায় আত্মহত্যার চেষ্টা করা এক তরুণীকে উদ্ধার করে প্রাণে বাঁচিয়েছে কর্ণফুলী থানা পুলিশ। ২৫ বছর বয়সী ওই তরুণীর মানসিক সমস্যার কথা জানিয়েছে তার পরিবার।

ঘটনাটি ঘটে শনিবার (২৫ জানুয়ারি) রাত ১টার দিকে। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া তরুণী সানজিদা শরীফ বাকলিয়া থানাধীন ডিসি রোডের আফগান কলোনি এলাকার বাসিন্দা এবং মৃত হাজী আবুল শরীফের মেয়ে।

ওসি মুহাম্মদ শরীফ জানান, রাত ১টার দিকে নতুন ব্রিজ এলাকায় তরুণীর আত্মহত্যার চেষ্টার খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরিবারের বরাতে তিনি আরও জানান, সানজিদা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তাঁর অবস্থা স্থিতিশীল হলে পরিবারের সদস্যদের কাছে তাকে হস্তান্তর করা হয়।

পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে এলাকাবাসী প্রশংসা জানিয়েছে। তরুণীর পরিবারও কৃতজ্ঞতা প্রকাশ করেছে কর্ণফুলী থানা পুলিশের প্রতি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে এমবিবিএস নামধারী ২০ টাকার ভুয়া চিকিৎসক
পরবর্তী নিবন্ধরোভার স্কাউটদের তাঁবুবাস : বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নের পথে এক ধাপ এগিয়ে