রাউজান পৌরসভায় যুব সংগঠন উদ্দীপ্ত তরুণ এর উদ্যোগে দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও সমাজ সেবামূলক কাজে অবদান রাখা বিশিষ্টজনদেরকে সম্মাননা প্রদান করা হয়েছে। গত ৪ জানুয়ারি জলিলনগর জগন্নাৎ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারাজ করিম চৌধুরী। সভায় তিনি বলেন, তরুণরাই পারে অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোকিত করতে। সমাজ থেকে অপরাধ দূরে শান্তি প্রতিষ্ঠা করতে। উদ্দীপ্ত তরুণের সভাপতি দিপলু দে দিপুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র-২ জমির উদ্দিন পারভেজ, কাউন্সিলর জানে আলম জনি, অ্যাডভোকেট দিলীপ চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ, যুবলীগ নেতা সারজু মোহাম্মদ নাছির, শওকত হোসেন, সেন্ট্রাল বয়েজের সভাপতি সাইদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে তরুণদের গাছের চারা প্রদান করা হয়।