সহস্র তারুণ্যের স্বপ্ন জাগিয়ে বন্দরনগরী জুনিয়র চেম্বার চট্টগ্রাম কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত তিনদিনব্যাপী ইয়ুথ সামিট-২০২২ সম্পন্ন হয়েছে। নগরীর জিইসি কনভেনশন সেন্টারে এটির আয়োজন করা হয়। তরুণদের ক্যারিয়ার গঠন এবং উদ্যোক্তা হিসেবে নিজেদের তৈরি করতে নতুন আইডিয়া এবং মেধা ও স্বপ্নের বীজ বুনে দিতে গুরত্বপূর্ণ ভূমিকা রাখে জুনিয়র চেম্বারের এই ইয়ুথ সামিট। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. বিদ্যুৎ বড়ুয়া।
গতকাল শনিবার ইয়ুথ সামিটের তৃতীয় দিনে তরুণদের ক্যারিয়ার বিষয়ক মূল ট্রেনিং সেশন পরিচালনা করেন ডন সামদানি ফ্যাসিলেশনের চেয়ারম্যান, কর্পোরেট ট্রেইনার ডন সামদানি। স্টোরি অব সাকসেসফুল কর্পোরেট লিডার সফল উদ্যোক্তা হিসেবে প্যানেল ডিসকাশনে বক্তব্য রাখেন আর জে এম ফুটওয়্যার লি. এর ব্যবস্থাপনা পরিচালক জসিম আহাম্মেদ, এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত, হ্যামর স্ট্রেংথ এবং হাবিব তাকজিরাজের চেয়ারম্যান সৈয়দ রুম্মান আহাম্মেদ, চট্টগ্রাম উইম্যান চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. মুনাল মাহবুব, মেন্টর চট্টগ্রামের পরিচালক ও এম এম বিজনেস কমিউনিকেশনের চেয়ারম্যান মানজুমা মোরশেদ, শপআপ-এর চীফ অব স্টাফ জিয়াউল হক ভূঁইয়া।
এর আগে শুক্রবার দ্বিতীয় দিনের ট্রেনিং এন্ড সেমিনারে কর্পোরেট জার্নি স্টোরিজ বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন দেশখ্যাত কর্পোরেট পারসোনালিটি নগদের পরিচালক (পাবলিক অ্যাফেয়ার্স) সোলায়ান সুখন। ট্রেইনার হিসেবে বক্তব্য রাখেন বিএসআরএম স্টিলস লি. এর হেড অব সেলস মেহেদী হাসান চৌধুরী। এদিন স্টোরি অব সাকসেসফুল কর্পোরেট লিডার হিসেবে বক্তব্য রাখেন সোলায়মান সুখন, সেভেন রিংকস সিমেন্টের হেড অব সেলস (মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন) এবিএম ইফতেখার আলম সিদ্দিকী, বিএসআরএম স্টিলস লি. এর হেড অব সেলস মেহেদী হাসান চৌধুরী, ব্র্যাক ব্যাংক লি. চট্টগ্রামের হেড অব রিজিওনাল কর্পোরেট কায়েস চৌধুরী, র্যাংকস এফসি প্রপার্টিজ লি. এর সিইও তানভীর শাহরিয়ার রিমন। প্যানেল ডিসকাশনে মডারেটর ছিলেন জেসিআই বাংলাদেশের এঙিকিউটিভ এসিসটেন্ট টু ন্যাশনাল প্রেসিডেন্ট ইরফান হক।
তিন দিনের বৃহৎ এই ইয়ুুথ সামিটে তরুণ শিক্ষার্থী, উদ্যোক্তা ও তরুণ শিল্পপতিদের মিলন মেলায় পরিণত হয়। বিভিন্ন ইভেন্ট এবং ট্রেনিং সেশনে নগরীর বিভিন্নস্থান থেকে কয়েক হাজার তরুণ-তরুণী তাদের ক্যারিয়ারের স্বপ্ন বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহণ করে।
জুনিয়র চেম্বার চট্টগ্রামের প্রেসিডেন্ট শান সাহেদ জানান, চট্টগ্রামের তরুণ-তরুণীদের সাফল্যময় আগামীর স্বপ্ন জাগাতে এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে চট্টগ্রামে প্রথমবারের মতো জেসিআই ইয়ুথ সামিট আয়োজন করেছে। এই সামিটের মাধ্যমে একটি স্মার্ট এবং মেধাবী মানবসম্পদ তৈরির দিক নির্দেশনা প্রদান করছেন দেশের বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যাক্তিত্বরা। এই সামিটে বিভিন্ন কর্পোরেট হাউজ চাকরি প্রদানের লক্ষ্যে চাকরি প্রত্যাশীরা সিভি জমা দেয়ার সুযোগ রেখেছেন।
জেসিআই ইয়ুথ সামিট চট্টগাম-২০২২ এর সিওসি ছিলেন জেসিআই চট্টগ্রামের ভাইস প্রেসিডেন্ট আশরাফ বান্টি ও জেনারেল সেক্রেটারি ইসমাইল মুন্না। এছাড়া আয়োজক কমিটিতে ছিলেন জেসিআই চট্টগ্রামের প্রেসিডেন্ট শান শাহেদ, ইভিপি জালাল হোসেন, ভিপি মীর নাসির ও আয়াজ ইসলাম খান, ট্রেজারার জুনায়েদ আহমেদ রাহাত, ডিরেক্টর নাহিদ মঈন, সাহাব চৌধুরী পারভেজ, ইশতি চৌধুরী, সায়হান হাসনাত ও ইমন বড়ুয়া, মেম্বার রাহী, অভী, জাওয়াদ, মীর হিশাম, ফারিয়া আকবর, রহিম বিন আহাম্মেদ, সাদ মুস্তাফিজ অনিন্দ, ফরহাদ হোসেন, সাইফুল ইসলাম শিবলু, জুনায়েদ হোসেন ও মো. মোরশেদ। প্রেস বিজ্ঞপ্তি।











