তরুণদের মধ্যে হৃদরোগী বাড়ছে জ্যামিতিক হারে

চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সমাবেশে বক্তারা

| মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:২৪ পূর্বাহ্ণ

করোনা পরবর্তী সময়ে তরুণ ও যুবকদের মাঝে হৃদরোগীর সংখ্যা বাড়ছে জানিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন, তরুণদের মধ্যে প্রাণঘাতী হৃদরোগের ঘটনা বাড়ছে জ্যামিতিক হারে। অর্ধেকেরও বেশি রোগীর ক্ষেত্রে হৃদরোগের কোনো রেকর্ড বা লক্ষণও পাওয়া যায় না। বিশ্বব্যাপী তরুণযুবকদের মাঝে কোভিড১৯ পরবর্তী হৃদরোগ বাড়ার অন্যতম কারণ হচ্ছে মানসিক চাপ। করোনাকালীন ব্যবসাবাণিজ্যে ধস ও চাকরি হারিয়ে অনেকে প্রচণ্ডভাবে মানসিক চাপের মধ্যে পড়ে হৃদরোগে আক্রান্ত হচ্ছে।

ছন্দে থাকুক আপনার হৃদয় স্পন্দন’ এই প্রতিপাদ্যে গতকাল সোমবার বিশ্বব্যাপী পালিত হয়েছে হার্ট দিবস। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল হার্ট অ্যান্ড ভাসকুলার সেন্টারের উদ্যোগে র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি হাসপাতাল চত্বর থেকে শুরু হয়ে জিইসি মোড়, গোলপাহাড় মোড় ঘুরে হাসপাতাল চত্বরে এসে শেষ হয়।

র‌্যালিপরবর্তী সমাবেশে বক্তব্য দেন, সাবেক এমপি শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের চিফ কার্ডিওভাসকুলার সার্জন ডা. সারওয়ার কামাল, চিফ কার্ডিওলজিস্ট ডা. আবদুল মোত্তালিব, ডা. আখতার হোসেন, ডা. কফিল উদ্দিন, ডা. সোহেল ছিদ্দিকী, ম্যানেজিং ডিরেক্টর ডা. মুজিবুল হক, ডা. কাউসার আলম, ডিরেক্টর ল্যাব অপারেশন এম এ হাসেম, ডা. আরমান জাহিদ, চিফ কার্ডিয়াক এনেস্থেসিওলজিস্ট ডা. বাবর তালুকদার, হাসপাতালের সিওও এ এইচ এম লতিফ উদ্দিন চৌধুরী, আরএমও ডা. শাফায়াত চৌধুরী, মার্কেটিং ডিজিএম আমান উল্ল্যাহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভাটিয়ারী এলাকায় যানজট নিরসনে ইউএনওকে স্মারকলিপি
পরবর্তী নিবন্ধসব ধর্মের মানুষের জন্য নিরাপদ চট্টগ্রাম গড়তে চাই