৩৯ নং ওয়ার্ড ও ইপিজেড থানা আওয়ামী লীগের উদ্যোগে সাবেক কাউন্সিলর মুক্তিযুদ্ধের সংগঠক কামাল উদ্দিনের ১৮ তম স্মরণসভা গতকাল রোববার বিকালে অনুষ্ঠিত হয়। মো. লোকমান হাকিমের সভাপতিত্বে ও সেলিম আফজলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা হারুন উর রশিদ। প্রধান বক্তা ছিলেন ৩৯ নং ওয়ার্ডের দলীয় কাউন্সিলর প্রার্থী জিয়াউল হক সুমন। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, সুলতান নাছির উদ্দিন, আকবর হোসেন কবি, হাজী মো. আসলাম, মো. শফিউল আলম, মো. আজম, মো. ইলিয়াছ, মো. হারুন, ডা. আনোয়ার, তৌহিদুল ইসলাম, মো. মিজান, মো. ইফরান, রুমানা আকতার, মো. সেলিম, জাহিদ হোসেন, মো. জামাল, সাহাবুদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ। স্মরণসভায় বক্তারা কামাল উদ্দিনের আদর্শ অনুসরণ করার জন্য তরুণদের প্রতি আহ্বান জানান। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।