সংসদ সদস্য নোমান আল মাহমুদ বলেছেন, তরুণ সমাজ দেশের সবচেয়ে বড় সম্পদ। তাদের কাছে জাতির অনেক আশা–প্রত্যাশা। তারুণ্য এক প্রত্যয়, চেতনার উৎস, অনুপ্রেরণা। একটি দেশ এগিয়ে যায় তারুণ্যের শক্তিতে। যে দেশ এ শক্তিকে যথাযথভাবে কাজে লাগাতে পেরেছে, সে দেশ দ্রুত উন্নতির শিখরে পৌঁছতে পেরেছে।
গতকাল বুধবার বোয়ালখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন কতৃর্ক চবি ২০২২–২৩ সেশনে ভর্তিচ্ছু বোয়ালখালীর পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি এলাকার শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে এমন একটি কাজে এগিয়ে আসায় বোয়ালখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের সকল কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
সংগঠনের সভাপতি ফজলুল কাদেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কফিল উদ্দিনের সঞ্চালনায় এতে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বোরহান উদ্দিন এমরান, বোয়ালখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্টা মো. মিজানুর রহমান খান উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, প্রতি বছরের ন্যায় এবারও চবির ৪টি ইউনিটে ভর্তিচ্ছু উপজেলার পরীক্ষার্থীদের কোনো প্রকার ভোগান্তি ছাড়া সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়ার জন্য বিনামূল্যে এই সেবার আয়োজন করেছেন তারা। উদ্বোধন শেষে গত মঙ্গলবার সকালে ‘ক’ ইউনিটের পরীক্ষার্থীদের নিয়ে বোয়ালখালী উপজেলা সদর হতে চবির উদ্দেশ্যে প্রথম দিনের বাস যাত্রা করে।










