তরুণদের আত্মবিশ্বাস বাড়াতে হবে

কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় ইঞ্জিনিয়ার মোশাররফ

| রবিবার , ২০ মার্চ, ২০২২ at ৮:৪৯ পূর্বাহ্ণ

মেধা বিকাশের জন্য প্রতিষ্ঠানের চেয়ে নিজের ব্যক্তিগত চর্চা, পরিশ্রম ও সততার উপর নির্ভরশীল হওয়ার জন্য তরুণদের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। তিনি বলেন, বড় বড় প্রতিষ্ঠান থেকেই শুধু মেধাবী মানুষ তৈরি হয় এমন ধারণা ঠিক নয়। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও অনেক কীর্তিমান মানুষ তৈরি হয়েছেন যারা দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এক্ষেত্রে নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়ানোর জন্য তরুণদের পরামর্শ দেন তিনি। গতকাল শুক্রবার নগরীর একটি পাঁচ তারকা হোটেলে কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মহানগর বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি সভাপতি মোহাম্মদ সাজ্জাত হোসেনের সভাপতিত্বে হওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া মোট ১৫১৭ জন শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, কঙবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরোয়ার কাবেরী, নেত্রকোনা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা, সৈয়দ মাহমুদুল হক, নওশাদ মাহমুদ রানা, আনোয়ারুল ইসলাম বাপ্পী, মোহাম্মদ আরিফুর রহমান।
শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন মুমতাহিনা তাবাসসুম মালিহা, শেখ মোহাম্মদ তোহা, মোহাম্মদ আবরার, আবু আবিদ, আরেফীন রিয়াদ। শুরুতে আবৃত্তি করেন হাসান জাহাঙ্গীর, জাদু প্রদর্শন করেন রাজীব বসাক, নৃত্য পরিবেশন করেন নৃত্য রংয়ের শিশু শিল্পীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকালীপুর নবযাত্রার দশক পূর্তি অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধনামাজ শেষে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের