নগরে আগামী ৯ ও ১০ মে অনুষ্ঠেয় ‘কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার ও ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ সফল করার লক্ষ্যে পৃথক প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ করেছে বিএনপি, যুবদল ও শ্রমিকদল। গতকাল অনুষ্ঠিত এসব প্রস্তুতি সভায় বক্তারা বলেন, বিএনপি তরুণদের নেতৃত্বের মাধ্যমে দেশের পরিবর্তনের রাজনীতি শুরু করতে প্রস্তুত এবং তরুণদের শক্তি ও অঙ্গীকারের মাধ্যমে এটি বাস্তবায়িত হবে।
বাকলিয়া থানা বিএনপি : বাকলিয়া নোমান কলেজ মিলনায়তনে গতকাল বিকেলে অনুষ্ঠিত বাকলিয়া থানা বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য শামশুল আলম। এতে সভাপতিত্ব করেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা।
এ সময় শামশুল আলম বলেন, আজকের তরুণ সমাজ একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সুস্থ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে প্রস্তুত। কিন্তু তাদের মৌলিক রাজনৈতিক অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা স্থিরভাবে উপেক্ষিত হচ্ছে। বিএনপি বিশ্বাস করে, তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া সুশাসনভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়া সম্ভব নয়। তরুণদের অধিকার প্রতিষ্ঠা না হলে দেশে কোনো পরিবর্তন সম্ভব নয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন মোবিন, সদস্য অধ্যাপক নুরুল আলম রাজু, মোহাম্মদ সেকান্দর, এম আই চৌধুরী মামুন, নবাব খান, মোহাম্মদ সগির, ইয়াকুব চৌধুরী নাজিম, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ মহিউদ্দিন, আলমগীর এবং আলী আজগর সাইফুল।
চকবাজার থানা বিএনপি : নাসিমন ভবন দলীয় কার্যালয়ে গতকাল বিকেলে চকবাজার থানা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন। তিনি বলেন, বাংলাদেশের তরুণ সমাজ বর্তমানে রাজনৈতিকভাবে উপেক্ষিত ও অবহেলিত। তারা শিক্ষা, কর্মসংস্থান ও মতপ্রকাশের স্বাধীনতা থেকে বঞ্চিত। এই পরিস্থিতিতে তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা সময়ের দাবি।
চকবাজার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মোহাম্মদ মহসিন, মোহাম্মদ মাহবুব রানা, মোহাম্মদ শাহ আলম, শহীদুল ইসলাম চৌধুরী, শাহিন, শফিকুল ইসলাম খান, রহমত মিয়া, আ ক ম জাহাঙ্গীর, বেলায়েত হোসেন, রাসেল পারভেজ সুমন, আবু ফয়েজ, এম এ হালিম বাবলু, মোহাম্মদ বখতিয়ার উদ্দিন, এম এ আবু ছালেহ, নজরুল ইসলাম, নাছির, ফজর আলী, আরিফুল রহমান মিঠু, মোহাম্মদ ইদ্রিস ও সহরায়াত হোসেন।
কক্সবাজার বিএনপি : জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে বলে দাবি করেছেন করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। গত সোমবার অনুষ্ঠিত কক্সবাজার জেলা বিএনপির প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি।
জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির মৎসজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল। বক্তব্য রাখেন এটিএম নুরুল বশর, রফিকুল হুদা চৌধুরী, এনামুল হক, মমতাজুল ইসলাম, এড. মো. ইউনুস।
যুবদলের লিফলেট বিতরণ : তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে ৫নং মোহরা ওয়ার্প কামাল বাজারের গুরুত্বপূর্ণ সড়ক, পথচারী, দোকানদার ও কর্মজীবী মানুষ থেকে শুরু করে তরুণ এলাকাবসীর হাতে হাতে লিফলেট বিতরণ করা হয়েছে। ওয়ার্ড বিএনপির উদ্যোগে গতকাল এ লিফলেট বিতরণকালে পথসভায় প্রধান অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহ–সভাপতি মুহাম্মদ শাহেদ। এ সময় তিনি বলেন, সমাজ পরিবর্তনের প্রত্যয়ে উদ্বুদ্ধ তরুণেরা বিশ্বাস করেন রাজনৈতিক অধিকার কোন দান নয়। এটি মানুষের মৌলিক অধিকারের ন্যায়। ফ্যাসিস্টমুক্ত প্রিয় বাংলাদেশে তরুণ সমাজ নব উদ্যমে গণতান্ত্রিক সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যেন প্রতিটি মানুষ নিজ ভোটাধিকারের ব্যাপারে সচেতন হন।
এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা ইকবাল হোসেন, দীপংকর ভট্টাচার্য, গুলজার হোসেন, জমির আহমেদ মানিক, জহিরুল ইসলাম, সাইদুল হক সিকদার, মোরশেদ কামাল, আবু বকর বাবু, আকতার হোসেন, জাহাঙ্গীর আলম বাবলু, ইঞ্জিনিয়ার আফতাব, সুব্রত, মাসুদ আলম, সাইফুল ইসলাম, শাকিল চৌধুরী প্রমুখ।
কাট্টলী ওয়ার্ড : গতকাল সকালে ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা দক্ষিণ কাট্টলী লোহারপুলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। তিনি বলেন, দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন বেগবান করা, তরুণ ভোটারদের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য তারেক রহমান তরুণদের নিয়ে সমাবেশের ডাক দিয়েছেন।
মোহাম্মদ মুজাহিদের সভাপতিত্বে ও শফিকুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নুর আহমেদ গুড্ডু, শাহেদ আকবর, ফজলুল হক সুমন, মিয়া মো. হারুন, হেলাল হোসেন হেলাল, আশিক মল্লিক, মুহাম্মাদ সাগির প্রমুখ