তরিকত যুব পরিষদ চট্টগ্রাম জেলা শাখার মতবিনিময় সভা

| সোমবার , ১২ মে, ২০২৫ at ১০:৩৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ তরিকত যুব পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে সম্প্রতি সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর চেরাগী মোড়স্থ দৈনিক অজাদী মিলনায়তনে বিকাল ৩টায় আরম্ভ হওয়া উক্ত সভায় মহা সম্মানিত অতিথি ছিলেন বিটিপি’র উপদেষ্টো শাহছুফি ছৈয়দ গোলাম মোর্শেদ মাইজভান্ডারী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বশীল বিটিপি’র প্রেসিডিয়াম মেম্বার হযরতুল আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ তরিকত যুব পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি শাহজাদা ছৈয়দ মো. সাইফুল আলম নাইডু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারী মো. আলী আকবর বাবুল। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ তরিকত যুব পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক শাহ মিডু। বিশেষ অতিথি ছিলেন শাহ ছুফি ছৈয়দ আবুল হাশেম শাহ মাইজভান্ডারী (মা.), হযরত মাওলানা গোলাম মোহাম্মদ আবেদ শাহ্‌ চিশতী (.), বিশিষ্ট লেখক গবেষক সওকত আলী সেলিম, হযরত ছৈয়দ গোলাম মওলা শাহ, শাহজাদা ছৈয়দ গোলাম রসুল, শাহজাদা সৈয়দ ইরফান আহমদ, শাহজাদা ছৈয়দ ফয়জুল আমিন রামিম,

শাহজাদা ছৈয়দ ইরফানুল হক, হযরত মুফতি ছালেহ সুফিয়ান ফরহাদাবাদী, শাহজাদা ছৈয়দ বশির আহমদ সূফি মনি, শাহজাদা ছৈয়দ মিনহাজুল আবেদীন রিফাত আল আজহারী, গোলামে আমির হযরত আবদুর রহিম আমিরী, শাহজাদা ছৈয়দ মো. সুলতানুল আলম খোকন, মুফতি মাওলানা আবুল কাশেম আল কাদেরী, রাহে ভাণ্ডার সিলসিলার খলিফাগণের মধ্যে উপস্থিত ছিলেন মো. দেলোয়ার হোসেন তছলিম, মোহাম্মদ মনছুর আলম, মোহাম্মদ নাজিম উদ্দিন, সেলিম রানা, মাওলানা সরওয়ার উদ্দিন, ক্বারী মো. লোকমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে সাম্পান প্রতিযোগিতা শেষে হট্টগোল, ডুবে গেল নৌকা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির সাধারণ সভা