তরিকত চর্চায় আল্লামা হাফেজ শাহ বজলুর রহমান (রাঃ) ছিলেন উজ্জল নক্ষত্র। রাঙ্গুনিয়া দরবারে বেতাগী আস্তানা শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দুল আজম হযরত হাফেজ শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহঃ) কর্তৃক প্রতিষ্ঠিত হয়রত শাহ রাহাত আলীর (রহঃ) ১১৫তম ওরশ শরীফ রবিবার দরবার এ বেতাগী আস্তানা শরীফে বেতাগী আনজুমানে রহমানিয়ার ব্যবস্থাপনায় সম্পন্ন হয়। এতে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ’র (মাঃজিঃআলী) সভাপতিত্বে ও শাহজাদা মোহাম্মদ ওবায়দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত ও নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম পরিবেশন করেন শাহজাদা কামরুল আরশ মুহাম্মদ মাহমুদুর রহমান জিলান। মাহফিলের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বেতাগী আনজুমানে রহমানিয়ার কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট শাহজাদা মোহাম্মদ ওবায়দুর রহমান পেঠান শাহ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদরাসার অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী। বক্তব্য রাখেন দরবারের মেজ সাহেবজাদা শাহজাদা আহমদ উল্লাহ মুহাম্মদ জিয়াউর রহমান আবু শাহ। বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ নুর মুহাম্মদ আল কাদেরী (মাঃজিঃআলী)। ওরশ শরীফের মাহফিলে উপস্থিত ছিলেন সোলায়মান ফরিদ, মাওলানা আমিনুল হক আল কাদেরী, এডভোকেট এ.এফ. মঈনুদ্দিন আহমদ, শাহজাদা দোস্ত মোহাম্মদ কবির, শাহজাদা মোহাম্মদ আমিনুল হক শাহ হাসান, শাহজাদা মুহাম্মদ জিল্লুর রহমান মাইজভান্ডারী, শাহজাদা ফকরে শামসুল আরেফীন ফতেপুরী, শাহজাদা মোহাম্মদ মুছা, কাজী মোরশেদ কাদেরী, মাওলানা মুফতী আলী আকবর, মাওলানা হারুনুর রশীদ আলকাদেরী, মাওলানা জসিম উদ্দিন আবেদী, মুহাম্মদ এনামুল হক সিদ্দীকি, আবদুর রহিম, আলী আক্কাস নুরী, মাওলানা মাহফুজুল হক আলকাদেরী, হাফেজ মাওলানা আবদুল হাই, মাওলানা আবু জাফর, মাওলানা হাবিবুর রহমান ফারুক, মাওলানা রফিকুল ইসলাম রজভী, আবু বকর মাইজভান্ডারী, মাওলানা মোহাম্মদ ইব্রাহিম, মাওলানা মোহাম্মদ রায়হান, মাওলানা আহমদ করিম নঈমী, এ এফ বদরুদ্দিন, মাওলানা আবু জাফর বাদশা, মাওলানা আহমদ করিম নঈমী, শাহজাদা শাহ আহসান উল্লাহ (শাহচান্দ), শাহজাদা মোহাম্মদ মাহবুবুর রহমান (মওলানা), শাহজাদা গোলাম আলী, শাহজাদা শফিকুর রহমান, শাহজাদা মুহাম্মদ হাসান, শাহজাদা মুহাম্মদ হোসাইন, শাহজাদা লুৎফর রহমান, শাহজাদা সাইফুর রহমান, শাহজাদা মাওলানা সৈয়দ মোহাম্মদ সারোয়ার আজম, শাহজাদা মিজানুর রহমান শাহতাব, শাহজাদা বদরুদ্দিন মুহাম্মদ বদরুর রহমান মহিউদ্দিন জিলি, শাহজাদা আবু বকর মুহাম্মদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।