গাউসিয়া কমিটি ৪ নং চান্দগাঁও ওয়ার্ড শাখার অভিষেক গত ১১ জানুয়ারি নগরীর একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র ফাইন্যান্স সেক্রেটারি ও কেন্দ্রীয় গাউসিয়া কমিটির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ মুহাম্মদ কমর উদ্দিন সবুর। বিশেষ অতিথি ছিলেন আনজুমান ট্রাস্ট, সদস্য কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আলহাজ মাহমুদ নেওয়াজ। প্রধান বক্তা ছিলেন আনজুমান ক্যাবিনেট মেম্বার ও সদস্য কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আলহাজ মুহাম্মদ হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন আনজুমান ট্রাস্ট সদস্য আলহাজ পেয়ার মোহাম্মদ। বক্তারা বলেন,তরিকত চর্চার মাধ্যমেই শান্তি ও মুক্তি নিশ্চিত।মুহাম্মদ হাশেমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মুহাম্মদ জাহাঙ্গীর আলম কোম্পানি, মাওলানা মুহাম্মদ ইমরান হাসান আল কাদেরী, মুহাম্মদ লোকমান কোম্পানি, মুহাম্মদ নুরুল আলম, মুহাম্মদ জালাল উদ্দিন মানিক, মুহাম্মদ আবুল মনসুর সিকদার, মুহাম্মদ জয়নাল আবেদীন, মুহাম্মদ সেলিম, মুহাম্মদ সাইফুল ইসলাম হেলাল, মুহাম্মদ মুহাম্মদ তসলিম উদ্দিন আল কাদেরী, মুহাম্মদ আবু বকর সিদ্দিক,মুহাম্মদ জানে আলম, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ আব্দুর রহমান, মুহাম্মদ আলী, মোহাম্মদ নবী, মুহাম্মদ এস্কান্দার চৌধুরী, করিম উল্লাহ চৌধুরী, মোহাম্মদ সাকিব। শুভেচ্ছা বক্তব্য রাখেন আলহাজ মাহাবুবুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুহাম্মদ নুরুল ইসলাম সাগর। শপথ বাক্য পাঠ করান আলহাজ মুহাম্মদ হাশেম। পরে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি দেশ ও জাতির মঙ্গল অগ্রগতি কামনা করে মিলাদ কিয়াম ও মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












