আনজুমানে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া মহানগর শাখার উদ্যোগে ইমাম আজম আবু হানিফা (রাদ্বি.), আল্লামা আজিজুল হক আলকাদেরীর ফাতেহা শরিফ উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল গত ৮ ফেব্রুয়ারি আন্দরকিল্লা আনজুমানে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া খানকাহ শরিফে অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন আনজুমানের সভাপতি অধ্যক্ষ আল্লামা শাহসূফি আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন। তিনি বলেন, হযরত বায়েজিদ বোস্তামি (রহ) মাতৃসেবার কারণেই মায়ের দোয়ায় জগদ্বিখ্যাত ওলী হতে পেরেছেন। তরিকতের শিক্ষাই হচ্ছে মা–বাবার সেবা করা। তাই তরিকতচর্চার পাশাপাশি মা–বাবার সেবায় আত্মোৎসর্গীত হতে হবে। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের হক আদায়ে মনোনিবেশ করতে হবে। নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে তরিকতের সবক আদায়ের মাধ্যমে মকবুল বান্দাহ হবার তাগিদ দেন তিনি। আগামী ২ এপ্রিল পীরে কামেল আল্লামা আজিজুল হক আলকাদেরী (রহ) এর ৬ষ্ঠ বার্ষিক ওরশ এবং ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল মাদ্রাসার ৫২ তম সালানা জলসায় সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি। মাহফিলে অতিথি ছিলেন মুঈন উদ্দিন খান মামুন আলকাদেরী, কাজী শফিউল আজম, সৈয়দ শরীফ উদ্দীন আনসারী, খাজা আহমদ আলকাদেরী,আবু আবদিল্লাহ আদনান, জাসেদুল ইসলাম আলকাদেরী, মুহাম্মদ জমিরুদ্দিন, নেজামুল ইসলাম, মুহাম্মদ কামাল উদ্দিন তৈয়ব, দিল মোহাম্মদ রিপন, মুহাম্মদ আশরাফ আলী বাবুল, মুহাম্মদ আইয়ুব কোম্পানি, রিয়াজ সওদাগর, শাহাব উদ্দিন সেলিম প্রমুখ। শেষে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনায় মোনাজাত পরিচালনা করেন আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।