দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর রবি তরঙ্গ নবায়নে দুই হাজার ৩১ কোটি টাকা দিচ্ছে সরকারকে। ২০১৬ সালে একীভূত হওয়ার পর এয়ারটেলের কাছ থেকে পাওয়া ১১ দশমিক ৬ মেগাহার্টজ তরঙ্গ নবায়নে রবি এ টাকা দিচ্ছে। এয়ারটেলের টু-জি লাইসেন্সের মেয়াদ ছিল ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত, এই তরঙ্গ নবায়ন করছে রবি। তরঙ্গ নবায়নে প্রথম কিস্তি হিসেবে গতকাল রোববার ৪৫৬ কোটি টাকা টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে জমা দিয়েছে রবি। বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, ‘অপারেটর রবি তাদের তরঙ্গ নাবায়নে প্রথম কিস্তির টাকা আজ জমা দিয়েছে। সরকার নির্ধারিত মূল্য রবি তরঙ্গ নবায়ন করছে।’ রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, তরঙ্গ নবায়নে সব মিলিয়ে সরকারকে দিতে হবে ২৩৯ দশমিক ৭৭ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় দুই হাজার ৩১ কোটি টাকা। এয়ারটেলের কাছ থেকে পাওয়া ১১ দশমিক ৬ মেগাহার্টজ তরঙ্গ নবায়নে প্রথম কিস্তি হিসেবে বিটিআরসিতে ৪৫৬ কোটি টাকা জমা দেওয়া হয়েছে। রবিকে পাঁচ বছরে ছয় কিস্তিতে এই টাকা পরিশোধের সুযোগ দেওয়া হচ্ছে এবং ২০২৫ সালে এই কিস্তি পরিশোধ হবে বলে জানান সাহেদ আলম। ১১ দশমিক ৬ মেগাহার্টজ তরঙ্গ ১০ বছেরর জন্য নবায়নের সুযোগ পাচ্ছে রবি। সর্বশেষ ২০১৮ সালে ফোর-জি ও বাড়তি তরঙ্গ নিলাম করে বিটিআরসি। সে সময় গ্রামীণফোন ও বাংলালিংক এক হাজার ৮০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ নিলামে অংশ নেয়। দুই পক্ষই প্রতি মেগাহার্টজ ৩১ মিলিয়ন ডলার দিয়ে ১৫ বছরের জন্য তরঙ্গ বরাদ্দ নেয়। খবর বিডিনিউজের।
বিটিআরসি এক কর্মকর্তা জানান, গত অগাস্টে তরঙ্গের মেয়াদ নবায়ন আবেদনের পর মূল্য নির্ধারনের অন্যান্য অপারেটরদের মতামত জানতে একটি কমিটি গঠন করা হয়। সব অপারেটরদের মতামতের ভিত্তিতেই রবির এ দাম নির্ধারণ করা হয়।