তমব্রু সীমান্তের ওপারে ভারী গুলির শব্দ

সরানো হলো ২০ পরিবারকে

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ নভেম্বর, ২০২৩ at ১০:৩১ পূর্বাহ্ণ

বান্দরবানের ঘুমধুম ইউনিয়নের বাজার পাড়ায় তমব্রু সীমান্তের ওপারে থেমে থেমে ভারী গোলাগুলির শব্দ পাওয়া গেছে। গতকাল সোমবার বিকাল থেকে রাত ৭টা পর্যন্ত গুলির শব্দ পাওয়া যায়। গুলির শব্দে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এতে সীমান্ত বসবাসকারী ২০ পরিবারকে নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম। তিনি বলেন, দীর্ঘদিন পর সীমান্তের ওপারে আবারও ভারী গুলির শব্দ পাওয়া যাচ্ছে। যার কারণে এপারের সীমান্তে বসবাসকারীরা ভয়ভীতির মধ্য রয়েছে। গুলি ছোড়ার পর জনসাধারণের মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে আমার এলাকার সীমান্তের খুব কাছাকাছি বসবাসকারী ২০ পরিবারকে সরিয়ে এনে নিরাপদে রাখা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমেন শর্মা বলেন, তমব্রু সীমান্তের ওপারে রাখাইনে গোলাগুলি খবর স্থানীয় জনপ্রতিনিধির কাছ থেকে জেনেছি। এ বিষয়ে আমাদের সীমান্ত বাহিনী কাজ করছে। সীমান্ত বসবাসকারীদের আতঙ্কিত না হতে বলা হচ্ছে।

সীমান্তে বসবাসকারী স্থানীয় বাসিন্দা শহিদুল মিয়া জানান, বিকাল থেকে বাংলাদেশমিয়ানমার সীমান্তের ওপারে ভারী গুলিবর্ষণ হচ্ছে। গুলির শব্দ অনেক বেশি। মর্টার শেলের আওয়াজের মতো মনে হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে পানিতে পড়ে তিন শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধগভীর রাতে চবির প্রশাসনিক ভবনে ছাত্রদলের তালা