তবু নিজেদের চোকার মানতে নারাজ দক্ষিণ আফ্রিকা কোচ

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১৮ নভেম্বর, ২০২৩ at ১০:১৩ পূর্বাহ্ণ

বিশ্বকাপের সেমিফাইনালে আরো একবার পরাজিত হবার পর দক্ষিণ আফ্রিকার কোচ রব ওয়াল্টার দাবি করেছেন যে উত্তেজনাপূর্ণ ওই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৩ উইকেটের ওই পরাজয়ে প্রোটিয়াদের ‘চোকারিত্বের প্রমাণ মেলেনি।’ এমনকি এটি চোকের কাছাকাছিও যায়নি বলে দাবি করেছেন প্রোটিয়া কোচ। কলকাতার ইডেন গার্ডেনসে প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ২৪ রানে চার উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তবে ডেভিড মিলারের ১০১ রানে ভর করে অলআউট হবার আগে ২১২ রান যোগ করে প্রোটিয়ারা। ওই সামান্য পুঁজিকে ভর করেই অজিদের সঙ্গে তীব্র লড়াই করেছে দক্ষিণ আফ্রিকার বোলাররা। এক পর্যায়ে ১৩৭ রানে ৫ উইকেট হারিয়ে সংকটের মধ্যে পড়ে যায় অস্ট্রেলিয়া। যদিও শেষ পর্যন্ত ১৬ বল হাতে রেখেই জয়ের লক্ষ্য পূরণ করে প্যাট কামিন্সের দল। এটি ছিল বিশ্বকাপ ইতিহাসে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার পঞ্চম পরাজয়। তন্মধ্যে ১৯৯৯ ও ২০০৭ সালের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি ছিল তাদের তৃতীয় হার। ওয়াল্টার বলেন চোকের সংজ্ঞা কি, তা আপনার জানা উচিৎ। আমার মতে তাদেরকেই চোক বলে যারা জয়ের পর্যায়ে থেকেও ম্যাচে হেরে যায়। কিন্তু আখানে আমরা পিছিয়েই ছিলাম, আসলে আমরা প্রতিদ্বন্দ্বিতায় ফেরার জন্য লড়াই করেছি এবং একটি সম্মানজনক স্কোর গড়েছি যার মাধ্যমে কিছুটা লড়াইয়ের সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি বলেন পরে তারা কিছুটা ছন্দ হারিয়েছিল। আর আমরা লড়াই করে প্রতিদ্বান্দ্িবতায় নিজেদের ফিরিয়ে নিয়েছি। সুতরাং এখানো চোক বা চোকারিত্বের কোন নাম গন্ধও ছিল না। দুটি ভালো দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। চোকার শব্দটি দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে স্থায়ী ভাবে লেপ্টে আছে। সামর্থ্যবান দল হবার পরও গুরুত্বপূর্ণ মুহুর্তে দলটির আত্মসমর্পনের কারণেই এমন খেতাব লাভ করেছে প্রোটিয়ারা।

পূর্ববর্তী নিবন্ধআবুরখীল খেলোয়াড় সমিতির ফুটবল অনুশীলন উদ্বোধন
পরবর্তী নিবন্ধবিশ্বকাপ জিততে হলে চাপ সামলাতে হবে ভারতকে