তবুও সাড়ে ৫ কোটি টাকা বোনাস পেয়েছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক  | সোমবার , ৩০ মে, ২০২২ at ৮:৫০ পূর্বাহ্ণ

 

 

মাত্র একদিন হলো শ্রীলংকার কাছে টেস্টে লজ্জার হার হেরেছে বাংলাদেশ দল। এমনিতেই বাংলাদেশ দলের গড়পড়তা ভালো খেলার রেকর্ড খুব কম। আড়াই যুগ পার হলেও টেস্টে কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। ২২ বছরে পা দিলেও দীর্ঘ পরিসরের ক্রিকেটে এখনও শিশুই রয়ে গেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে শেষ টেস্টে মোমিনুল বাহিনীর করুণ পরিণতি চারদিকে বেড়েছে সমালোচনার মাত্রা। টেস্টে বাংলাদেশের ক্রিকেটারদের মান আবারও প্রশ্নের সম্মুখীন। পরাজয়ের পর সমালোচনা স্বাভাবিক প্রক্রিয়ারই অংশ।

এদিকে খারাপ খেলে নানা তীর্যক সমালোচনা ও তিক্ত কথাবার্তা শুনলেও ভালো খেলার পুরস্কার ঠিকই পান জাতীয় দলের ক্রিকেটাররা। টাইগারদের একটি সিরিজ জয় কিংবা কোনো প্রতিষ্ঠিত দলের বিপক্ষে জয়ে দেশজুড়ে বয়ে যায় আনন্দের বন্যা। শুধু ভক্তসমর্থকদের প্রশংসায় ভাসে বাংলাদেশ দল তা কিন্তু নয়। কোনো প্রতিষ্ঠিত দলের বিপক্ষে সিরিজ বিজয়ের পুরস্কার হিসেবে প্রায় নিয়মিতই বিসিবির পক্ষ থেকে মোটা অঙ্কের বোনাসও দেওয়া হয়। এমনিতে প্রতিটি টেস্ট, ওয়ানডে ও টিটোয়েন্টি ম্যাচের জন্য আছে পৃথক ম্যাচ ফি। জয়পরাজয় যাই হোক না কেন, প্রতি ম্যাচের জন্য ক্রিকেটাররা পান অংশগ্রহণ ভাতা। এর বাইরে জয়ের জন্য আছে বিশেষ বোনাস। সে জয় যদি আসে বড় দলের বিপক্ষে, তাহলে বেশ বড় অঙ্কের অর্থ বোনাসও জোটে ক্রিকেটারদের।

এবারে তিনটি সিরিজ জেতার জন্য বড় অংকের বোনাস পাচ্ছে ক্রিকেটাররা। ঘরের মাঠে অস্ট্রেলিয়ানিউজিল্যান্ডের বিপক্ষে টিটোয়েন্টি ও দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের পুরস্কার হিসেবে সাড়ে ৫ কোটি টাকা বোনাস মিলেছে ক্রিকেটারদের। গত বছর টিটোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ। এরপর সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩২ ব্যবধানে টিটোয়েন্টি সিরিজ জিতেছিল টাইগাররা। এবছর মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা। ঐ তিন সিরিজ বিজয়ের বোনাস হিসেবে বিসিবির পক্ষ থেকে ক্রিকেটারদের দেওয়া হয়েছে নগদ সাড়ে ৫ কোটি টাকার বোনাস। বোর্ডের সর্বোচ্চ পর্যায়ের নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে এ তথ্য। সামনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ। আর সে সিরিজটি খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে। সেখানকার কন্ডিশনে বাংলাদেশ দল কেমন করে সেটাই এখন দেখার বিষয়। এই সফরে টেস্ট, ওয়ানডে এবং টিটোয়েন্টি তিনটি সিরিজ খেলবে টাইগাররা। নিজেদের মাঠে শ্রীলংকার কাছে হারের পর এখন সামনের সিরিজটি খুব বেশি গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের জিমি পেলেন এশিয়ান হকি ফেডারেশনের স্বীকৃতি
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২০.০৪ কোটি টাকা