দেশব্যাপী শুরু হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। তারই ধারাবাহিকতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলে চট্টগ্রামে ১২ ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর সীতাকুণ্ড-মিরসরাই ও ফটিকছড়ির ৩৭ ইউনিয়ন পরিষদে এবং তৃতীয় ধাপে রাউজান-রাঙ্গুনিয়া এবং হাটহাজারীর ৪০টি ইউপিতে আগামী ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপের নির্বাচনের জন্য আওয়ামী লীগ দলীয় প্রার্থী মনোনয়ন দিলেও তৃতীয় ধাপের জন্য এখনো মনোনয়ন দেননি। আগামী এক-দুইদিনের মধ্যে দল থেকে মনোনয়ন দিবেন বলে জানা গেছে।
দলীয় প্রার্থীর বাইরে প্রায় ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছে। অথচ দল থেকে বলা হয়েছে বিদ্রোহী প্রার্থীদের কোন ধরনের ছাড় দেয়া হবে না। তাদেরকে পরবর্তীতে দল থেকে কোন নির্বাচনে মনোনয়ন দেয়া হবে না এবং দলীয় কোন পদ দেয়া হবে না। তারপরও বিদ্রোহী প্রার্থীদেরকে নিবৃত করা যাচ্ছে না। এই ব্যাপারে জেলার নেতাদের উদ্যোগ জানার জন্য তাদের সাথে কথা বলা হয়েছে আজাদীর পক্ষ থেকে।












