যদি দূরে চলে যাই,
বড্ড বেশি দূরে!
তবুও মনে রেখো;
চেনা অবয়বে অচেনা কোন ঠিকানায়,
যদি দেখা হয়ে যায়,
যদি শোন পিছু ডাক প্রিয় সেই সুরে!
যদি জীবন আটকে যায় কোন এক অচেনা নীড়ে।
অথবা পুরোনো ডাকবাক্সে ভাঁজ পড়া চিঠির ভিড়ে।
স্মৃতির করিডোরে যদি পায়চারীর শব্দ পাও
পরিচিত সেই পায়ের,
অথবা ঘুণ ধরে আমাদের স্মৃতিমাখা শিরীষ গাছের শাখায়,
ধুলো জমে প্রতিটি স্মৃতির খেরোখাতায়,
তবু চিনে নিও, মনে রেখ, আমিও ছিলাম
তোমার হৃদয়ের পাতায়।
কতটুকু কাছে এসে বারংবার, তারপর স্মৃতি হয়ে বাঁচি,
এক আকাশের নিচে,
বাড়াই দূরত্ব কুড়াই দীর্ঘশ্বাস!
যদি কখনো আর দেখা না হয়,
চিনে নিও আমায়, মনে রেখো…
চোখের আলোয় যদি হয় আমাদের দেখা হওয়া শেষ,
মনের দেয়াল জুড়ে গাঁথি তোমার স্পর্শের রেশ।
আমি ধারণ করি তোমায়, যদি বারণ করে সমাজ,
স্মৃতির করিডোরে, তবুও মনে করো রোজ।
ভেসে আসে তোমার সেই প্রিয় মুখ অগুন্তি জনতার ভিড়ে।
রেখো আমায় প্রিয়, তোমার রোজকার প্রার্থনার নীড়ে।