তবুও নিজের বোলিংয়ে সন্তুষ্ট সাকিব

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২৮ অক্টোবর, ২০২২ at ৭:০৩ পূর্বাহ্ণ

এমন পরাজয়ের দিনে কিছু কি আর ভাল লাগে? বাংলাদেশ যে পরাজয় বরণ করেছে দক্ষিণ আফ্রিকার কাছে সেটা একেবারেই লজ্জার। এমন হারের পর কোন কিছু নিয়ে কথা বলতেও ইচ্ছা থাকার কথা নয় যেকারো। কিন্তু অধিনায়ক হিসেবে সাকিবকে বলতে হয় কথা। তিনি বলেছেনও। আর সেখানেই দলের এমন লজ্জার পারফরম্যান্সের পাশাপাশি নিজের পারফরম্যান্সেরও জবাব দিতে হলো সাংবাদিকদের। কারন নিজে বোলিংটা শুরু করেছিলেন একেবারে হতাশাজনকভাবে। নিজের প্রথম ওভারে দুই ছক্কার সঙ্গে সাকিব আল হাসান হজম করেন একটি চার। অনেক উঁচু ফুলটস দিয়ে করেন ‘নো’। একাদশ ওভারে বোলিংয়ে এসে শুরুটা মোটেও ভালো ছিল না বাংলাদেশ অধিনায়কের। তবে এই বোলিং নিয়ে দুশ্চিন্তার কিছু দেখেন না সাকিব। এর একটা কারণও জানালেন অভিজ্ঞ এই বাঁহাতি স্পিনার। প্রথম ওভারে তিনটি বাউন্ডারিই হাঁকান রাইলি রুশো। বাঁহাতি এই বিস্ফোরক ব্যাটসম্যান ছাড়া আর কেউ সাকিবের বলে বের করতে পারেননি কোনো চার-ছক্কা। তাই বোলিং নিয়ে ভাবনার কিছু দেখেন না সাকিব।

গতকাল দক্ষিণ আফ্রিকার কাছে ১০৪ রানে হেরে যাওয়া ম্যাচে পুরো ৪ ওভার বোলিং করেননি অধিনায়ক। ৩ ওভারে ৩৩ রান দিয়ে নেন ট্রিস্টান স্টাবস ও রুশোর উইকেট। ম্যাচ শেষে সাকিব বলেন এই বোলিং তার কাছে খুব একটা খারাপ নয়। রাইলি রুশো ছাড়া আর কেউ বাউন্ডারিও মারতে পারেনি। রুশো যেভাবে ব্যাটিং করেছে, আমাদের একজন বোলারকেও মোকাবিলা করতে খুব কঠিন ছিল তা মনে হয়নি। তাই বোলিং নিয়ে দুশ্চিন্তা নেই টাইগার অধিনায়কের।

বিশ্বকাপ শুরুর আগে সাকিবের বোলিং তার মান অনুযায়ী তেমন ভালো হচ্ছিল না। এশিয়া কাপের শেষ ম্যাচ ও নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের তিন ম্যাচে উইকেট শূন্য ছিলেন তিনি। সাকিবের পুরো ক্যারিয়ারে টানা চার ম্যাচে উইকেট না পাওয়ার একমাত্র ঘটনা এটি। ত্রিদেশীয় সিরিজের পর সাকিব নিজেই বলেছিলেন, বোলিং নিয়ে হয়তো কিছু কাজ করা প্রয়োজন। পরে নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচেও কার্যকরী বোলিং করতে পারেননি সাকিব। চার ওভারে ৩২ রান খরচায় ১ উইকেট নিলেও তার বোলিংয়ের বিপক্ষে ডাচ ব্যাটসম্যানদের খুব একটা ভুগতে দেখা যায়নি।

তবে গতকাল বাংলাদেশের বোলারদের মধ্যে সাকিবই কিছুটা সফল। বাকিরাতো তুলো ধুনো হয়েছে। বল ফেলার জায়গা খুজে পায়নি। কেবলই মাঠের বাইরে থেকে বল কুড়িয়ে আনতে হয়েছে। এমন ব্যাটিং তান্ডবের দিনে সাকিবের বোলিং নিয়ে নিজে বেশ সন্তুষ্ট টাইগার দলপতি। হতাশার অধ্যায় আরেকটি শেষ। এভার আবারো সামনের দিকে তাকানোর পালা। কিন্তু সেটা কিভাবে সম্ভব সেই পথই যেন খুঁজছে বাংলাদেশ দল। কারন এমন বিধ্বস্ত অবস্থা থেকে ঘুরে দাড়ানো যে বেশ কঠিন।

পূর্ববর্তী নিবন্ধবড় হারের লজ্জার রেকর্ড বাংলাদেশের
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২৪.৬৬ কোটি টাকা