মা নেই দরোজায় দাঁড়িয়ে
স্নেহ ভরা দুটি হাত বাড়িয়ে,
ঈদ এলে ছুটে যেতাম
আহা, কি যে সুখ পেতাম
মাকে বুকে জড়িয়ে!
বাবা বলতো, আয় ঘরে আয়
কী যে সুখ ছিল সে মায়ার ছায়ায়।
কেউ নেই দরোজায় আজ দাঁড়িয়ে,
ওগো মা, ও বাবা,
কোথা গেলে হারিয়ে!
তবুও ঈদ এলো ভরে গেলো
নতুন প্রজন্মে শূন্য বাড়ি,
পূরনোরা একে একে গিয়েছে যে ছাড়ি,
মনের বেদনা চাপা দিয়ে হাসি,
বুকে জড়িয়ে এদের
ঈদের খুশিতে ভাসাই, নিজেও ভাসি,
আহারে জীবন,
ভালোবাসি তবু ভালোবাসি।