তফসিলের জন্য আরও দুদিন অপেক্ষা করতে হবে : ইসি সচিব

| মঙ্গলবার , ১৪ নভেম্বর, ২০২৩ at ১০:১৯ পূর্বাহ্ণ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের জন্য আরও দু’দিন অপেক্ষা করতে বললেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। গতকাল সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। খবর বাংলানিউজের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল কবে ঘোষণা হবেএ প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এটা মাননীয় কমিশন বলেছেন, যে নভেম্বরের মাসের প্রথমার্ধে, তো প্রথমার্ধের এখনও সময় আছে। আপনারা সে পর্যন্ত অপেক্ষা করুন। এর আগে নির্বাচন কমিশনাররা বলেছেন, ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ি-রাউজানের মিলন ঘটাবে সর্তা সেতু, দুই উপজেলায় নব দিগন্তের সূচনা
পরবর্তী নিবন্ধঅবরোধে নগরে যান চলাচল স্বাভাবিক