দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির কো চেয়ারম্যান রওশন এরশাদ। দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, তারা তিনশ আসনেই ভোট করার প্রস্তুতি নিয়ে রাখছেন। যদি তারা মনে করেন জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারে, তাহলেই ভোটে আসবেন। আর ভোটে অংশ নেওয়া বা না নেওয়ার এই সিদ্ধান্ত কয়েক দিনের মধ্যেই নেওয়া হবে। গতকাল রাতে গণমাধ্যমে বিবৃতি পাঠান রওশন এরশাদ। খবর বিডিনিউজের।