তপতী সেন গুপ্তার নাগরিক শোকসভা আজ

| শনিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রয়াত তপতী সেন গুপ্তার নাগরিক শোকসভা আজ শনিবার বিকেল ৩টায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। নাগরিক শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ, সাবেক চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মানবাধিকার সংগঠক অ্যাড. রানা দাশগুপ্ত। নাগরিক শোকসভায় সকলকে উপস্থিত থাকার জন্য কমিটির আহ্বায়ক পেয়ার মোহাম্মদ এবং সদস্য সচিব জহরলাল হাজারী আহ্বান জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ আটক ৩
পরবর্তী নিবন্ধকক্সবাজার বিমানবন্দর শাহ আবদুল মালেকের নামে নামকরণের দাবি