‘তন্দ্রাহারা নয়ন আমার’ গানের শিল্পী হাসিনা মমতাজ আর নেই

| সোমবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:১৫ পূর্বাহ্ণ

ষাট ও সত্তরের দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী হাসিনা মমতাজ মারা গেছেন (ইন্না লিল্লাহেরাজেউন)। তার বয়স হয়েছিলো ৭৯ বছর। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বাংলানিউজের।

হাসিনা মমতাজ সংগীতে বিশেষ অবদানের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন। তার গাওয়া ‘তন্দ্রাহারা নয়ন আমার’ গানটি দেশে ব্যাপক জনপ্রিয়তা পায়। তার স্বামী রফিকুল ইসলাম খান ছিলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতউলইসলামের মা তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, আজ সোমবার বাদ জোহর তার জানাজা ধানমন্ডি ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধ৭ বছর পর আসছে শাকিরার অ্যালবাম
পরবর্তী নিবন্ধ২১ ফেব্রুয়ারিতে আনোয়ারায় নাটক মঞ্চায়ন হবে